বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকা ঘিরে নয়া চাঞ্চল্য। শনিবার স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় সামনে এসেছে একের পর এক রাজনৈতিক হেভিওয়েট নেতৃত্বদের নাম। মোট ১৮০৪ জন প্রার্থীর মধ্যে রয়েছেন তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি। তালিকায় নাম উঠতেই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষ।
এসএসসির (SSC) অযোগ্য প্রার্থীদের তালিকায় কাউন্সিলর কুহেলি ঘোষের নাম
এসএসসির (SSC) নিয়োগ দুর্নীতির অযোগ্য প্রার্থীদের তালিকায় ৬৪৭ নম্বরে রয়েছেন কাউন্সিলর কুহেলি ঘোষ। প্রথমে তিনি প্রাথমিক শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিলেন, পরে হাইস্কুলে পড়ানোর চাকরি পান। নাম তালিকায় প্রকাশ্যে আসতেই কুহেলি জানান, ‘‘আমি পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছি। আমার বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ এখনও প্রমাণিত হয়নি।’’ একই সঙ্গে হাইকোর্টে ফের মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
কুহেলির দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পুরনো চাকরিতে ফেরার জন্য সমস্ত নথি জমা দিলেও সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তাঁর কথায়, “আমি আগেও মামলা করেছিলাম। সিবিআই-কে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলাম তদন্ত করতে। কিন্তু আজও কেউ ডাকেনি।” কেন আমার নাম এল, তা স্পষ্ট নয়।”
তালিকায় শুধু কুহেলি নন, রয়েছেন হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাসও। তাঁর নাম রয়েছে ৩১৬ নম্বরে। বিভাস কর্মরত ছিলেন তারকেশ্বরের একটি বিদ্যালয়ে। একই তালিকায় উঠে এসেছে বিভাসের স্ত্রী সন্তোষি মালিকের নাম (১৩৩২ নম্বর) এবং জেলা পরিষদের সদস্যা সাহিনা সুলতানার নামও। এত নেতা-নেত্রীদের নাম তালিকায় থাকায় রাজনীতির অন্দরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ রেকর্ড ভাঙল জিডিপি! প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধি ৭.৮ শতাংশ, প্রধান ভূমিকায় সার্ভিস সেক্টর
এসএসসি-র (SSC) অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হতেই তৃণমূলের একাধিক জনপ্রতিনিধির নাম সামনে আসায় শাসকদলের উপর চাপ বেড়েছে। আদালতের নির্দেশে তালিকা প্রকাশ হলেও এখন কোর্টের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই দিকেই তাকিয়ে সকলে।