Ekchokho.com 🇮🇳

মোদী সাক্ষাতে ইচ্ছুক, দাবিদাওয়া নিয়ে শমীকের দরবারে ‘যোগ্য’ চাকরিহারারা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ‘যোগ্য’ চাকরিহারাদের (SSC Scam) সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন বিজেপির সল্টলেক দফতরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন চাকরিহারাদের প্রতিনিধি সুমন বিশ্বাস সহ আরও কয়েকজন। নিজেদের দাবি দাওয়া রাজ্য সভাপতির হাতে তুলে দেন তাঁরা। কী কথা হল দুই পক্ষের মধ্যে?

শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন চাকরিহারাদের (SSC Scam) কয়েকজন

শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন যোগ্য চাকরিহারাদের (SSC Scam) প্রতিনিধি দল। ইতিমধ্যেই জানা গিয়েছে, আগামী ১৮ ই জুলাই রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে হতে পারে তাঁর সভা। সুমন বিশ্বাসরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে নিজেদের সমস্যার কথা জানাতে চান তাঁরা। প্রয়োজনে সমস্ত ‘যোগ্য’ চাকরিহারারা (SSC Scam) উপস্থিত থাকবেন ওই দিনের সভায়, এমনটাই জানিয়েছেন তাঁরা।

Ssc scam untainted teachers met with shamik bhattacharya

কী বললেন প্রতিনিধি: শমীক সাক্ষাতের পর রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা যায় ‘যোগ্য’ চাকরিহারাদের (SSC Scam) প্রতিনিধি সুমন বিশ্বাসকে। সংবাদ মাধ্যমের সামনে তিনি তীব্র কটাক্ষ শানিয়ে বলেন, ‘চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যে লড়াই লড়ছি, সেখানে প্রধান বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা লড়ে উঠতে পারব না। তাই এসেছি’।

আরো পড়ুন : বার্থ সার্টিফিকেটে চাই মায়ের পদবী, হাইকোর্টের দ্বারস্থ বছর ১৪-র নাবালক! কারণ জানলে হবেন থ

পাশে থাকার বার্তা বিজেপির: তিনি আরো বলেন, ‘শমীক ভট্টাচার্য আমাদের সময় দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। যাঁরা আমাদের পাশে থাকবেন আমরা তাঁদের পাশে থাকব’। অন্যদিকে সাক্ষাতে কী কথা হল তা প্রকাশ না করলেও বিজেপির নতুন রাজ্য সভাপতি বলেন, যোগ্য চাকরিহারাদের (SSC Scam) পাশে রয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের আন্দোলনকে কোনো রঙে রাঙিয়ে দেওয়ার ইচ্ছা বিজেপির নেই বলেই মন্তব্য করেন শমীক ভট্টাচার্য।

আরো পড়ুন : ক্লাস চলার সময় তুলে নিয়ে যেত, নীরব দর্শক অধ্যাপকরা! কলেজে মনোজিৎ-রাজ

প্রসঙ্গত, এর আগেও বাংলায় এসে এসএসসি ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী। গত মে মাসে আলিপুরদুয়ারে সভা করতে এসে সরাসরি তৃণমূলকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, তৃণমূলের জন্যই চাকরি খুইয়েছেন শিক্ষকরা। এবার তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছায় রয়েছে চাকরিহারারা।