হতাশ চাকরিপ্রার্থীরা! প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট দিল SSC

বাংলা হান্ট ডেস্কঃ আপার প্রাইমারি নিয়ে বড় আপডেট। উচ্চ প্রাথমিকে (Upper Primary Recruitment) নিয়োগের জন্য থেকে পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ) এর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানানো হয়েছিল। নোটিস জারি করে কমিশন (SSC) জানিয়েছিল আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ (Interview)। তবে উচ্চ জানা যাচ্ছে প্রাথমিক স্তরের (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ব্যতীত) প্রথম SLST(AT), ২০১৬-এর জন্য প্যারা-শিক্ষকদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ আসনের জন্য সাক্ষাৎকারের প্রক্রিয়া কমিশন স্থগিত করেছে।

নোটিস দিয়ে কমিশন জানিয়েছে, ২০২৪ লোকসভা ভোট ঘোষণার জন্য আপার প্রাথমিক প্যারাটিচার দের ইন্টারভিউ আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে কবে পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে এসএসসি।

আরও পড়ুন: কুন্তলই ফাঁসালো! কীভাবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার? বিরাট তথ্য ‘ফাঁস’

এর আগে কমিশন জানিয়েছিল, 1st SLST, ২০১৬-এ উচ্চ প্রাথমিক স্তরের (কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ব্যতীত) প্যারা-টিচারদের অর্থাৎ পার্শ্ব-শিক্ষকদের (Para-Teachers) জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাদেরই শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। আগামী ০২.০৪.২৪ থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য থেকে পার্সোনালিটি টেস্ট (ইন্টারভিউ) এর প্রক্রিয়া পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশনের প্রধান অফিসে শুরু হচ্ছে বলে জানানো হয়েছিল।

ssc a

আরও পড়ুন: আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গ কাঁপাবে কালবৈশাখী: আবহাওয়ার খবর

তবে এরই মধ্যে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা সেই পরীক্ষা আপাতত স্থগিত করা হল। পরীক্ষা কবে নেওয়া হবে পরবর্তীতে বিজ্ঞপ্তি জারি করে সে বিষয়ে বিস্তারে জানাবে কমিশন। তবে মনে করা হচ্ছে লোকসভা ভোটের ফলাফল প্রকাশ পাওয়ার পরই পরীক্ষা হতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর