সবে সম্পন্ন হয়েছে SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা, এরই মধ্যে নয়া দাবি ‘যোগ্য’ চাকরিহারাদের

Published on:

Published on:

ssc

বাংলা হান্ট ডেস্কঃ দু’বছর ধরে জট। আপাত ভাবে ‘আন–টেন্টেড’ চাকরিহারা শিক্ষিক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ স্কুলে কাজ চালানোর অনুমতি পেলেও তাঁদেরও স্কুল সার্ভিস কমিশনের (SSC) নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হয়েছে। এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন।

নিজেদের আগের স্কুলেই চাকরি চেয়ে আর্জি | SSC

বহু টালবাহানার পর শেষ পর্যন্ত প্রায় ১০০ শতাংশ মোট ১৩ হাজারের বেশি চাকরিহারাই পরীক্ষায় বসেছেন। বাকি ২০০০ জন নিজেদের আগের চাকরিতে পুনরায় ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন। নিয়ম অনুসারে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় বরাদ্দ রয়েছে ১০ নম্বর। সেক্ষেত্রে চাকরিহারারা ফের নিশ্চিতভাবে চাকরি ফিরে পাবেন বলে প্রত্যাশা করছেন অনেকে। এই অবস্থায় তারা নয়া দাবি দাবি তুলতে শুরু করেছেন।

‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ আগের স্কুলেই চাকরিতে বহাল রাখার দাবি তুলতে শুরু করেছেন। কমবেশি সাত বছর ধরে তারা সেই স্কুলে পড়িয়ে এসেছেন। কারণ পাকা সরকারি চাকরি পাওয়ার পর তারা সেই স্কুলের আশেপাশেই বাড়ি বানিয়েছেন বা ফ্ল্যাট কিনেছেন। সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন। আবার বাচ্চাদের পড়াশোনা, স্কুল সবই সেই চাকরিকে ঘিরেই আবর্তিত।

এই পরিস্থিতিতে ‘যোগ্য’ চাকরিহারাদের দাবি, তাঁদের পুরোনো স্কুলে শিক্ষকতার অপশনটুকু দেওয়ার সুযোগ দিক রাজ্য সরকার এবং এসএসসি। তাঁদের দাবি, নিয়োগ দুর্নীতিতে কোনও যোগ না থাকা সত্ত্বেও তাঁদের ফের চাকরির পরীক্ষায় বসতে হয়েছে। তাই যোগ্য চাকরিহারাদের যিনি যে স্কুলে ছিলেন, সেখানেই স্কুল বাছাইয়ের অপশন দেওয়ার সুযোগ করে দেওয়া হোক।

SSC

আরও পড়ুন: এক কোটির বাঁধ কিভাবে কয়েকদিনে ভেঙে গেল? দু’সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট

যদিও বিকাশ ভবনের কর্তারা বলছেন, এসএসসি–র বিধি মেনে র‌্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিংয়ে যে যেখানে স্কুল পাবেন, সেখানেই তারা নিয়োগ পাবেন। চাকরিহারাদের দাবি মানতে গেলে এসএসসি–র বিধি পাল্টাতে হবে, যা নিয়োগ পরীক্ষার মাঝে অসম্ভব ব্যাপার।