বাংলা হান্ট ডেস্কঃ রবিবার অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৬৩৬টি কেন্দ্র জুড়ে এই পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষার আগে বিতর্কিত মন্তব্যে করে খবরের শিরোনামে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি দাবি করেছেন পরীক্ষার প্রশ্নপত্র নাকি ৫০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে সম্প্রতি স্পষ্ট বার্তা দিলেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।
৫০০০০ টাকায় বিক্রি হবে এসএসসি (SSC) পরীক্ষার প্রশ্ন, অভিযোগ শুভেন্দুর
প্রসঙ্গত, শুক্রবার শুভেন্দু অধিকারী দাবি করেন, চাকরি দুর্নীতির পর এবারও এসএসসি-র (SSC) পরীক্ষা প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। তাঁর অভিযোগ, ৫০ হাজার টাকায় পরীক্ষার প্রশ্ন বাজারে ঘুরছে। এই অভিযোগ ঘিরে তৈরি হয় প্রবল চাঞ্চল্য। তবে কমিশন দ্রুত পাল্টা আশ্বাস দিয়ে জানায় যে, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। এই প্রেক্ষিতে বলতে গিয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, প্রতিটি প্রশ্নপত্রে থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা, ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সম্ভাবনা নেই।
শনিবার সাংবাদিক বৈঠকে এসএসসি (SSC) চেয়ারম্যান জানান, প্রশ্নপত্রে একাধিক সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে। কেউ যদি ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন, আধ ঘণ্টার মধ্যে ধরা পড়বেন তিনি। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে বিশেষ সুরক্ষার চিহ্ন, যার মাধ্যমে বোঝা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে ছবি ফাঁস হয়েছে। একইসঙ্গে অ্যাডমিট কার্ডে বার কোড স্ক্যানার থাকবে, যা দিয়ে পরীক্ষার্থীর বৈধতা যাচাই করা যাবে।
কখন থেকে শুরু হবে পরীক্ষা?
পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়, চলবে দেড় ঘণ্টা। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য বাড়তি ৩০ মিনিট সময় বরাদ্দ। সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে প্রার্থীদের। কেন্দ্রে প্রবেশের আগে থাকবে একাধিক স্তরের নিরাপত্তা। পরীক্ষার্থীরা কেবল অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন। স্বচ্ছ পেন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে। মূল্যবান জিনিস নিয়ে এলে টোকেনের মাধ্যমে সংরক্ষণের বিশেষ ব্যবস্থা থাকবে।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী
প্রশ্নফাঁস নিয়ে বিরোধীদের অভিযোগের মাঝেই কড়া সুরক্ষা বলয়ে রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি-র (SSC) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। কমিশনের দাবি, নকল বা ফাঁসের কোনও আশঙ্কা নেই। এখন নজর শুধু রবিবারের পরীক্ষার সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় কিনা সেই দিকেই।