বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্ট তরফে মিলেছে গ্রিন সিগন্যাল। আর গতকালই ছিল এসএসসির (SSC Teacher Recruitment) আবেদনের শেষ দিন। কমিশন সূত্রে খবর, এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই আবেদন করেছেন প্রায় ৫ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী। আপাতত আর কোনো আইনি জট না থাকায় পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে কমিশন।
আবেদনপত্র জমা পড়ল আন্দোলনের একাধিক শীর্ষ নেতাদেরও | SSC Teacher Recruitment
জানা যাচ্ছে, আবেদনকারীদের মধ্যে চাকরিহারারাও রয়েছেন। চাকরিহারারা আন্দোলনের একাধিক শীর্ষ নেতাও রয়েছেন আবেদনকারীদের মধ্যে। এমনটাই সূত্রের খবর। আবেদনকারীদের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে ‘আনটেন্টেড’ (তথাকথিত ‘যোগ্য’) প্রার্থীর সংখ্যা প্রায় ১৪ হাজারের কাছাকাছি বলে খবর।
জানা যাচ্ছে, চলতি সপ্তাহেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ৬০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি হতে পারে খুব শীঘ্রই। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিসেম্বরের মধ্যে কমিশনকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মতই এগোচ্ছে রাজ্য ও কমিশন।
কমিশন সূত্রে খবর, ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হতে পারে। দু’দিনের জন্যই তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসি তরফে। ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা ও একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগর জন্য পরীক্ষা নেওয়া হতে পারে ১৪ তারিখে।
দুর্নীতির জেরে চাকরি গিয়েছিল প্রায় ২৬০০০-এর
নিয়োগে দুর্নীতির জেরে গত বছর ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সেই চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। তবে সুপ্রিম কোর্টও সেই রায়ই বহাল রাখে। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দিয়েছে। যার জেরে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছে।
আরও পড়ুন: কতদিন হাইকোর্টের বিচারপতি হিসেবে রয়েছেন অমৃতা সিনহা?
তবে সকলের চাকরি বাতিল করলেও এসএসসি-কে নতুন করে নিয়োগ পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই শুরু হয়েছে গোটা প্রক্রিয়া। উল্লেখ্য, ২০১৬ সালে ১৭ হাজার ২০৬টি পদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ২ লক্ষ ৯১ হাজার আবেদন জমা পড়েছিল। তার ৯ বছর পর ২০২৫ সালে এসে ৩৫ হাজার ৭২৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। সময়ের নিরিখে এ বার আবেদনের সংখ্যা তুলনামূলক কম বলে মনে করছেন শিক্ষা মহলের।