হাইভোল্টেজ ২১ জুলাই! সোমেই SSC মামলা শুনবে সুপ্রিম কোর্ট, সামনে এল বড় আপডেট

Published on:

Published on:

supreme court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূলের শহীদ দিবস। তার আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) তরফে সামনে এল বড় আপডেট। স্কুল সার্ভিস কমিশন (SSC) সংক্রান্ত মামলার শুনানির দিন নির্ধারিত রয়েছে আগামীকাল। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থীদের করা মামলার শুনানি ২১শে জুলাই।

হাইভোল্টেজ ২১ জুলাইয়ের দিকে তাকিয়ে চাকরিপ্রার্থীরা

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ১৪ নম্বর কোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এসএসসি কর্তৃক প্রকাশিত গেজেটটি বৈধ কিনা সেই নিয়ে মামলা। একদিকে যখন মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন ২১ জুলাইয়ের সমাবেশে, সেই সময় সমস্ত চাকরিপ্রার্থী তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। এই দিনের রায়ের উপরেই নির্ভর করছে অনেক কিছুর ভবিষ্যত।

এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলারও শুনানি রয়েছে। প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন গেজেট এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের একাংশের করা মামলায় হাইকোর্ট জানিয়ে দিয়েছে ২০২৫-এ তৈরি করা এসএসসি-র রুলকেই মান্যতা দেওয়া হবে। তবে পরীক্ষা ২০১৬ সালের নিয়ম অনুযায়ী নেওয়া উচিৎ বলে মত চাকরিহারাদের।

আরও পড়ুন: মোদীর সভার পরই শুরু তৃণমূল বনাম বিজেপি! মাঠে ধান পুঁতে প্রতিবাদে TMC বিধায়ক, পালটা বালি দুর্নীতি নিয়ে ময়দানে BJP

Supreme Court

আরও পড়ুন: ‘বিনা পয়সায়’ যান না তৃণমূলীরা, ভিডিও প্রকাশ করে খোঁচা সুকান্তর, ২১-এর আগে অস্বস্তিতে শাসক শিবির

চাকরিহারাদের দাবি, নতুন রুলে এমন অনেক বিষয় রয়েছে যার কারণে ‘যোগ্য’ চাকরিহারারাও পরীক্ষাতে অংশ নিতে পারবেন না। বয়স ছাড়ের বিষয়টি নিয়েও জটিলতা রয়েছে। চিহ্নিত অযোগ্য বাদে বাকিদের বয়সে ছাড় দেওয়া নিয়ে আপত্তি তুলেছিল চাকরিপ্রার্থীদের একাংশ। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার যে কথা বলা হয়েছিল তা নিয়েও আপত্তি ওঠে। সবমিলিয়ে শেষমেশ সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটাই দেখার।