বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর (Education Department) তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত নির্দেশিকাটি শিক্ষক-শিক্ষিকাদের (Teachers) বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ এবং পুরনো চাকরিতে পুনরায় যোগদান সংক্রান্ত বিষয়ে। এসএসসি (SSC) আবহে বিজ্ঞপ্তিটি সেসব শিক্ষকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বা তার পরবর্তী সময়ে উচ্চতর পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি বাতিল হওয়ায় আগের চাকরিতে ফিরে গিয়েছেন।
পুরনো চাকরিতে ফিরলে বেতন কিভাবে মিলবে? Teachers
শনিবার স্কুল শিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জেলা স্কুল পরিদর্শকদের (DI), এই বিশেষ পরিস্থিতিতে শিক্ষকদের বেতন এবং চাকরির শর্তাবলী কীভাবে নির্ধারিত হবে সেই বিষয়ে জানানো হয়েছে। ২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিলের পর অনেক শিক্ষক পুনরায় তাঁদের পূর্বে করা প্রাথমিকের চাকরিতে ফিরে যান।
প্রশ্ন উঠছিল, উচ্চতর পদে থাকাকালীন শিক্ষকরা যে বেতন পাচ্ছিল, পুরনো পদে ফিরে গেলে কি সেই বেতনের সুরক্ষা বা ‘পে প্রোটেকশন’ মিলবে? এই বিষয়ে সমস্ত ধোঁয়াশা দূর করেছে শিক্ষা দপ্তর। স্পষ্ট জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো পে প্রোটেকশন প্রযোজ্য হবে না কোনও শিক্ষকের ক্ষেত্রে।
জানানো হয়েছে, যখন কোনো শিক্ষক আগের নিম্নতর পদে ফিরে যাবেন তখন তাঁর বেতন সেই পুরনো পদের স্কেল অনুযায়ীই নতুন করে নির্ধারণ হবে। অর্থাৎ, আগে করা উচ্চতর পদের বর্ধিত বেতন মিলবে না। পুরোনো প্রাথমিকের চাকরিতে ফিরে গেলে পূর্বের পদের স্কেলেই বেতন পাবেন সংশ্লিষ্ট শিক্ষক।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে বাড়বে ঠান্ডা, দক্ষিণবঙ্গে আজ থেকে চওড়া হবে শীতের কামড়, আজকের আবহাওয়ার খবর
তবে স্বস্তির খবরও দিয়েছে শিক্ষা দপ্তর। বলা হয়েছে, শিক্ষকদের চাকরির ক্ষেত্রে ‘সিনিয়রিটি’ (Seniority) অক্ষুণ্ণ থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তি যতদিন চাকরি করেছেন, সেই সময়কাল তাঁর চাকরির মেয়াদে যুক্ত থাকবে। সিনিয়রিটির সমস্ত সুবিধা পাওয়ার যোগ্য হবেন তিনি। বছর বছর নিয়ম মতো ইনক্রিমেন্টও মিলবে। মিলবে অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধাও।

পাশাপাশি আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরি যাওয়ার পর থেকে পুরনো স্কুলে যোগদানের মাঝের সময়ের জন্য রাজ্য সরকার বা সংশ্লিষ্ট পর্ষদ ওই ব্যক্তিকে কোনও বেতন প্রদান করবে না।












