বাংলা হান্ট ডেস্কঃ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে প্রার্থীদের মধ্যে চলছিল দারুণ উত্তেজনা। অবশেষে জানানো হয়েছে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশের দিন। জানা গিয়েছে, আগামী সোমবার সন্ধ্যায় নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি (SSC)।
সোমবার সন্ধ্যায় নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে এসএসসি (SSC)
একাদশ-দ্বাদশের নিয়োগের ফল আগেই বেরিয়েছে। কিন্তু সেই ফলে অনেক চাকরিহারা প্রার্থী ডাক পাননি। তাই সবাই এখন অপেক্ষা করছিলেন নবম-দশমের ফলের জন্য। কমিশন (SSC) প্রথমে ঠিক করেছিল, এই সপ্তাহেই ফল প্রকাশ করবে। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে সোমবার সন্ধ্যায় ফল প্রকাশের দিন ধার্য করা হয়েছে।
একাদশ-দ্বাদশের ফল বেরোনোর পরই কিছু সমস্যা সামনে আসে। দেখা যায়, তালিকায় এক দাগি প্রার্থীর নাম রয়েছে। সেই নিয়ে মামলা হলে হাইকোর্ট নির্দেশ দেয় যে, যাঁরা অযোগ্য, তাঁদের পুরো তালিকা প্রকাশ করতে হবে। প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে আবার পরীক্ষা নিয়ে নিয়োগ করা হচ্ছে।
নবম-দশম আর একাদশ-দ্বাদশ দুটো পরীক্ষাই ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এখন শুধু বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা। এসএসসি (SSC) জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর থেকেই আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে।

আরও পড়ুনঃ যাদবপুরে নিরাপত্তাহীনতা? রাজ্য ও বিশ্ববিদ্যালয়কে ধমক দিয়ে হলফনামা তলব হাই কোর্টের
এদিকে ভেরিফিকেশন তালিকা নিয়েও অভিযোগ ওঠে। বলা হয়, তালিকায় চিহ্নিত দাগিদের নামও ছিল। নীতীশরঞ্জন নামে এক প্রার্থীর নাম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়। হাই কোর্টের নির্দেশে তাঁর নাম তালিকা থেকে বাদ দিতে হয়েছে।এই সব বিতর্ক আর আদালতের নজরদারির মাঝেও নবম-দশমের ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষের পথে। সোমবার কমিশন (SSC) তরফে প্রকাশিত ফল-ই ঠিক করে দেবে, বহু চাকরিহারা প্রার্থী নতুন করে সুযোগ পাবেন কি না।












