কিছু হলেই উডবার্ন! নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে এবার বোমা ফাটালেন SSKM-এর ডিন

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর শিরোনামে উঠে এসেছে রাজ্যের নানান মেডিক্যাল কলেজ। এর মধ্যে অন্যতম এসএসকেএম। এই হাসপাতালের জুনিয়র চিকিৎসক অভীক দে-র নাম জড়িয়েছে বহু জায়গায়। আরজি করে নির্যাতিতার দেহ উদ্ধারের দিনও তাঁর দেখা মিলেছিল বলে অভিযোগ। এই আবহে এবার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডে নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করলেন ডিন অভিজিৎ হাজরা।

  • কী বললেন এসএসকেএমের ডিন?

পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, নানান মামলায় রাজ্যের বহু নেতা-মন্ত্রী গ্রেফতার হওয়ার পর তাঁদের উডবার্ন ওয়ার্ডে (Woodburn Ward) ভর্তি হতে দেখা গিয়েছে। সত্যিই কি শারীরিক অসুস্থতার কারণে তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন? বহুবার দেখা দিয়েছে এই প্রশ্ন। এবার এই নিয়ে মুখ খুললেন এসএসকেএম হাসপাতালের ডিন অভিজিৎ হাজরা।

   
  • ‘সিস্টেমের চাপে আমরা করতে বাধ্য হই’

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে অভিজিতের (Avijit Hazra) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। গ্রেফতার হলেই নেতা-মন্ত্রীদের বারংবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়ার বিষয়টিকে কীভাবে দেখছেন? প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে বলেন, ‘কখনও কখনও কষ্ট হয়। যে কোনও চিকিৎসকের পক্ষে, যে কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু আমরা সিস্টেমের চাপে করতে বাধ্য হই। চিকিৎসক সমাজ বাধ্য হয়’।

আরও পড়ুনঃ DA না বাড়লেও ফের নয়া ছুটির ঘোষণা রাজ্যে, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

এখানেই না থেমে এসএসকেএমের (SSKM Hospital) ডিন আরও বলেন, যারা যারা সিস্টেমের অংশ, তাঁদের সকলকে এটা মেনে নিতে হয়। অভিজিতের কথায়, ‘এটা কোনও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা স্থানীয় প্রশাসনের ব্যাপার নয়। সবক্ষেত্রেই এটা চলছে। যারা সিস্টেমের মধ্যে রয়েছে, তাঁদের মেনে নিতে হয়। সেটা মাঝেমধ্যে কষ্টকর হয়ে ওঠে’। এসএসকেএম হাসপাতালে বহু সময় ‘হলিডে হোম’ বলে কটাক্ষও শুনতে হয়েছে। কেন এমনটা হবে? এদিন তা নিয়ে উষ্মা প্রকাশ করেন হাসপাতালের ডিন।

SSKM Hospital

উল্লেখ্য, বর্তমানে আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে পথে নামছে সাধারণ মানুষ। বুধবার রাতেও রাত দখলের সাক্ষী থেকেছে বাংলা। এই আবহে পশ্চিমবঙ্গের নানান মেডিক্যাল কলেজ থেকে বহু অভিযোগ উঠে আসছে। এই আবহে এবার এসএসকেএমের (SSKM Hospital) উডবার্ন ওয়ার্ডে নেতা-মন্ত্রীদের ভর্তি হওয়া নিয়ে বোমা ফাটালেন হাসপাতালের ডিন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর