বাংলাহান্ট ডেস্ক : বুধবার থেকে পরিষেবা দেওয়া শুরু করেছে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) নতুন ভবন ‘অনন্য’। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে খরচে বেসরকারি মানের পরিষেবা, এই মন্ত্র নিয়েই পথচলা শুরু করেছে এই নয়া ভবন। দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড নামে জনপ্রিয় এই অনন্য ভবন চলবে স্বনির্ভর মডেলে। সরকারের নয়, বরং রোগীদের অর্থেই চলবে এই ওয়ার্ড।
রোগীদের টাকাতেই চলবে এসএসকেএম এর (SSKM Hospital) নতুন ওয়ার্ড
সরকারের ভর্তুকি নয়, বরং চিকিৎসা খাতে এবং কেবিন বাবদ দেওয়া রোগীদের খরচ থেকেই হাসপাতালের (SSKM Hospital) সমস্ত খরচ খরচা মেটাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী, পুরোপুরি ভাবে ‘সেলফ সাসটেইনিং’ মডেলে চলবে অর্থাৎ সরকারের তরফে মিলবে না কোনও ভর্তুকি।

কত থাকছে কেবিন খরচ: রোগীদের টাকাতেই চলবে হাসপাতাল। তবে রোগীদের কাছ থেকে এজন্য নূন্যতম একটি অর্থ নেওয়া হবে। আউটডোর থেকে কেবিন, সর্বত্রই নির্দিষ্ট হারে ফি ধার্য করে দেওয়া হয়েছে রোগীদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন কেবিন খরচ। মোট ১৩১ টি কেবিন থাকছে এই ভবনে। সিঙ্গেল অকুপেন্সি কেবিনের ভাড়া দৈনিক ৫ হাজার টাকা, সিঙ্গেল অকুপেন্সি ডিলাক্স স্যুটের ভাড়া দৈনিক ৮ হাজার টাকা রাখা হয়েছে। এইচডিইউ কেবিনে থাকতে খরচ পড়বে দৈনিক ১২ হাজার টাকা আর আইসিইউ কেবিনের ভাড়া পড়বে দৈনিক ১৫ হাজার টাকা। থাকছে আউটডোর পরিষেবাও (SSKM Hospital) যাতে খরচ পড়বে ৩৫০ টাকা।
আরও পড়ুন : শান্তিপুরের ঐতিহ্য, বামাকালীর নাচ দেখে অভিভূত শাহরুখের টিম, কেকেআরের পোস্টে ঝড় নেটপাড়ায়
বিশেষ ব্যবস্থা চিকিৎসকদের জন্য: এই অর্থের মধ্যে এসএসকেএম (SSKM Hospital) নেবে প্রশাসনিক খরচ বাবদ ৫০ টাকা। বাকি ৩০০ টাকা পাবেন চিকিৎসক। নতুন ওয়ার্ডের আয়তন থেকে সরকারি চিকিৎসকরাও লাভবান হবেন বলে খবর। জানা যাচ্ছে, ওষুধ এবং টেস্ট বাদে হাসপাতালের (SSKM Hospital) মোট আয়ের (কেবিন ভাড়া এবং বিভিন্ন চিকিৎসা পরিষেবা) ২০ শতাংশ চিকিৎসকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আরও পড়ুন : দুর্ঘটনা থেকেই শিক্ষা, ভিড় নিয়ন্ত্রণে উৎসবের মরশুমে ১২ হাজার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের
জানা যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, নূন্যতম খরচে উচ্চমানের পরিষেবার জন্য প্রথম থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছে অনন্য। উল্লেখ্য, কেবিনের খরচের মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে চিকিৎসকের ফি সহ রোগীর খাবার খরচ। তবে টেস্ট এবং ওষুধের খরচ থাকছে আলাদা। প্যাকেজ সিস্টেমে থাকছে অপারেশন ব্যবস্থা। স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।













