সাদা জামার দাগ তুলতে রাসায়নিক নয়, ভরসা রাখুন ঘরোয়া রান্নাঘরের উপাদানে

Published on:

Published on:

Stain Removing broth stain on clothes only 3 ingredients will remove the yellow mark
Follow

বাংলা হান্ট ডেস্ক: খাবারদাবার খেতে গেলে অনেক সময় জামাকাপড়ের মধ্যে ঝোল পড়ে যায়। আর যদি হালকা রঙের জামাকাপড় হয়, তাহলে তার মধ্যে হলুদের দাগ জ্বলজ্বল করতে থাকে। এবার সেই দাগ শত চেষ্টা করেও অনেক সময় তোলা যায় না। কিন্তু এই জেদি হলুদ দাগ তোলার জন্য আপনি ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ (Stain Removing)। যা ব্যবহার করলে আপনি এই সমস্যার থেকে সমাধান পেতে পারবেন।

ঝোলের দাগ জামায় পড়েছে? মাত্র ৩ উপাদানেই দূর হবে হলদেটে ছাপ (Stain Removing)

সাদা জামাকাপড়ের তরকারির ঝোল পড়লে পরে বেশিক্ষণ অপেক্ষা করতে নেই। কারণ ঝোলের মধ্যে থাকা হলুদ তাড়াতাড়ি জামার মধ্যে দাগ ধরিয়ে দিতে পারে (Stain Removing)। তাই যত তাড়াতাড়ি সম্ভব পোশাকটিকে ঠান্ডায় জলে ভিজিয়ে দেওয়া উচিত। পাশাপাশি জলের মধ্যে যে কোন লিকুইড ডিটারজেন্ট দিয়ে জামাটিকে পরিষ্কার করে নেওয়া উচিত। আর তাতেও যদি সেই পোশাক থেকে হলুদের দাগ না যায় তাহলে ব্যবহার করতে পারেন বাড়িতে থাকা এই উপকরণ গুলি। যেগুলো দিয়ে আপনি কিছুটা হলেও হলুদের জেদি দাগ দূর করতে পারবেন।

Stain Removing broth stain on clothes only 3 ingredients will remove the yellow mark

আরও পড়ুন: শরীরকে রাখুন ফিট! থাইরয়েডের সমস্যা থাকলে খেতে হবে এই ৫ পানীয়

১) মাজন: জামার মধ্যে লেগে থাকা হলুদের গাড়ো দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন মাজন। আবার অনেকেই এই দাঁত মাজার মাজনের মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিন। কারণ মাজন ও নুন একসঙ্গে মিশিয়ে দাগ ধরা জায়গায় ভালোভাবে ঘষে নিলে হলুদের যদি দাগ উধাও হয়ে যাবে। পাশাপাশি জামার রং একই থাকবে।

২) ভিনিগার: ছোট্ট একটি পাত্রের মধ্যে ভিনেগার ও সমপরিমাণের জল নিয়ে একটু মিশ্রণ তৈরি করুন। এরপর সেটির মধ্যে সামান্য একটু সাবান দিন। তারপর সেই মিশ্রণটি লেগে থাকার দাগের ওপরে ভালোভাবে মিশিয়ে রাখুন। এরপর আধঘন্টা ভালো করে ভিজিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন এতে জামার হলদে দাগ উঠে গিয়েছে।

৩) লেবুর রস: জামার মধ্যে লেগে থাকা হলুদের দাগ তোলার জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস। কারণ লেবুর মধ্যে থাকা অ্যাসিড এই দাগ তুলতে পারে। তবে মনে রাখবেন বেশিক্ষণ লেবুর রস মিশিয়ে জামা রাখবেন না। এতে জামার কাপড় খারাপ হয়ে যেতে পারে। মিনিট ১৫ ওই দাগের ওপরে লেবুর রস ভালোভাবে ঘষে নিলে জেদি দাগ উঠে যাবে (Stain Removing)।