চমক লাগানো শিক্ষাগত যোগ্যতা নীরজ চোপড়ার! জানুন কতদূর পড়াশুনা করেছেন ভারতের সোনার ছেলে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অলিম্পিকে স্বর্ণ পদক তিনি আগেই জিতেছিলেন। এখন তিনি পরিণত হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নে। এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং ফর্মে থাকা ক্রীড়াবিদ করছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। জ্যাভলীন হাতে হিংস্র শ্বাপদের মতো যখন তিনি ছুটে যান তখন শ্বাসরুদ্ধ হয়ে আছে গোটা ভারতবর্ষের ক্রীড়াপ্রেমীদের। এরপর প্রত্যাশা মতো নিক্ষেপ সম্পূর্ণ করে যখন তিনি বাঘের মতো গর্জন করে ওঠেন তখন শিহরণ জেগে ওঠে দেশবাসীর মনে।

গতকাল রাতে তিনি পাকিস্তানের আর্শাদ নাদিমকে পিছনে ফেলে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভেলীন নিক্ষেপ করে জিতে নিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। প্যারিস অলিম্পিকের যোগ্যতা তিনি আগেই অর্জন করে ফেলেছিলেন। আগামী বছর খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে নিজের এই ছন্দ বজায় রাখবেন নীরজ এমনটাই প্রত্যাশা ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।

যারা জানেন না তাদের জন্য অভিযোগ করা হচ্ছে যে নীরজ হচ্ছেন দেশের মাত্র দ্বিতীয় এমন ক্রীড়াবিদ যিনি ব্যক্তিগত ইভেন্ট অলিম্পিক থেকে ভারতকে সোনা এনে দিতে পেরেছেন। বর্তমানে ২৬ বছর বয়সে এই ক্রীড়াবিদ জন্মেছিলেন হরিয়ানার পানিপথের খান্দ্রা নামক গ্রামে। মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল পরিবারে জন্ম হয়েছিল তার।

অনেকের মনেই প্রশ্ন থাকে যে ট্র্যাকের মধ্যে নীরজ যতটা ক্ষিপ্র, পড়াশোনার মঞ্চেও কি তিনি ততটাই সফল ছিলেন? এক্ষেত্রে বলা যায় দেশের অনেক নামজাদা ক্রিকেটার বা ফুটবলারের চেয়ে অনেকটাই বেশি শিক্ষিত নীরজ। প্রতিবেদনের পরবর্তী ও শেষে তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।

আরও পড়ুন: বিশ্বজয়ী! হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে ভারতকে গর্বিত করলেন নীরজ

নিজের বাকি দুই বোনের মতন এই তারকা ক্রীড়াবিদও চন্ডিগড়ে নিজের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। তিনি দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ থেকে স্নাতক যোগ্যতা অর্জন করেছেন। বর্তমানে তিনি জলন্ধর, পাঞ্জাবে অবস্থিত লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে এর একটি বিষয়ে বিএ সম্পূর্ণ করার পথে রয়েছেন।

 

সম্পর্কিত খবর

X