TRP ঠেকেছে এক্কেবারে তলানিতে! এই দুই জনপ্রিয় সিরিয়াল নিয়ে এবার নয়া সিদ্ধান্ত স্টার জলসার

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির (Television Rating Point) উপর নির্ভর করে মেগা সিরিয়ালের ভাগ্য। পুরনো হোক কিংবা নতুন, TRP লিস্টে ভালো ফল করতে না পারলে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ পড়তে পারে অথৈ জলে। গল্প বা প্লট ভালো হলেও, টিআরপি ভালো না হলে সেই সিরিয়াল বেশি দিন চলে না। জি বাংলা ও স্টার জলসার এমন বহু ধারাবাহিক রয়েছে যেগুলির গল্প ভালো হলেও, টিআরপির অভাবে মাঝ পথেই বন্ধ হয়ে গেছে।

স্টার জলসার দুটি জনপ্রিয় মেগা সিরিয়াল লাভ আজকাল এবং রামপ্রসাদ বন্ধ হয়ে গেছে টিআরপির কারণে। রোশনাই নামের একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসায়। শন ব্যানার্জী এবং অনুষ্কা গোস্বামী এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও শুরু হয়েছে নতুন ধারাবাহিক বঁধুয়া।

আরোও পড়ুন : বড়সড় ঘোষণা রেলের! বেশ কিছুদিন চলবে না উত্তরবঙ্গগামী অনেক ট্রেন, ভোগান্তি এড়াতে লিস্ট দেখুন

পাশাপাশি স্টার জলসা আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যার নাম ‘উড়ান’। ‘খোকাবাবু’ খ্যাত প্রতীক সেন আবার এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের সামনে আসতে চলেছেন। নবাগতা রত্নপ্রিয়া দাস এই ধারাবাহিকে অভিনয় করবেন প্রতীকের বিপরীতে। তবে এখনো জানা যায়নি কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে।

Bengal Serials 1200by667

তবে জানা যাচ্ছে এই ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যেতে পারে দুটি জনপ্রিয় সিরিয়াল। টিআরপির অভাবে এই জনপ্রিয় সিরিয়াল দুটি বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই। এবার নিশ্চই অনেকের মনে কৌতুহল জাগছে যে কোন দুটি সিরিয়ালের কথা আমরা বলছি? টলি পাড়া সূত্রে খবর, হয়ত খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে  ‘অনুরাগের ছোঁয়া, এবং ‘হরগৌরি পাইস হোটেল’।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর