‘যাও অন্ধকার এসো আলো’, করোনা লড়াইয়ে সঙ্গে থাকার বার্তা নিয়ে হাজির স্টার জলসার তারকারা

বাংলাহান্ট ডেস্ক: চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। তৃতীয় দফার লকডাউন বাড়িয়ে করা হয়েছে ১৭ মে পর্যন্ত। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। টলিপাড়ার শুটিংও বন্ধ তাই বাধ‍্য হয়ে চ‍্যানেল কর্তৃপক্ষকে ধারাবাহিকের পুনঃসম্প্রচার দেখাতে হচ্ছে।
এই অবস্থায় যাতে দর্শকরা বিরক্ত না হয়ে যান তার জন‍্য এক অভিনব উপায় বের করেছেন স্টার জলসা (Star jalsha) চ‍্যানেল কর্তৃপক্ষ। পুরোনো জনপ্রিয় ধারাবাহিকগুলি ফের ফিরে আসছে বাঙালির ড্রয়িং রুমে। কিন্তু কাঁহাতক আর পুরনো গল্পই দেখা যায় বারবার। দর্শকরাও মিস করছেন ধারাবাহিকের প্রিয় চরিত্রদের।

PicsArt 05 02 08.59.53

তাই দর্শকদের কথা ভেবেই এবার স্টার জলসা নিয়ে এল এক নতুন মিউজিক ভিডিও যার দৃশ‍্যায়নে দেখা গিয়েছে চ‍্যানেলের সব ধারাবাহিকের চরিত্রদের। ‘যাও অন্ধকার এসো আলো’ এই মিউজিক ভিডিওতেই দেখা গিয়েছে প্রিয় তারকাদের। শুধু তাই নয়, সেইসব প্রিয় চরিত্রদের সুপ্ত প্রতিভাও তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। সপ্তর্ষি মৌলিককে দেখা গিয়েছে গিটার হাতে, মনামী নেচে উঠেছেন গানের তালে।

https://www.facebook.com/starjalshaofficialpage/videos/672278263570795/

মিউজিক ভিডিওটির গানটি লিখেছেন ও সুর দিয়েছেন গায়ক তথা পরিচালক অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়। অনিন্দ‍্যর সঙ্গে গান গেয়েছেন প্রস্মিতা। পুরনো বেশ কয়েকটি কালজয়ী ধারাবাহিক ফিরেছে স্টার জলসায়। সেই সঙ্গে দুটি রিয়েলিটি শোও বাড়িতে তৈরি এপিসোড সম্প্রচার শুরু করেছে। এই মিউজিক ভিডিওটিও প্রত‍্যেকের নিজের নিজের বাড়িতেই শুট করা।

Niranjana Nag

সম্পর্কিত খবর