জি বাংলার কাছে গোহারান হার, এক মাস পুরনো সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত জলসার!

বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসা চ্যানেলে একাধিক সিরিয়াল (Serial) হয়ে উঠেছে দর্শকদের মধ্যে জনপ্রিয়। নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ ধারাবাহিক প্রতি দিন দর্শকদের মনোরঞ্জন করে চলেছে। সাপ্তাহিক টিআরপি তালিকায় অধিকাংশ সিরিয়ালের (Serial) নম্বরও বেশ ভালো। তবে কিছু কিছু মেগা আবার পিছিয়ে পড়তেও দেখা গিয়েছে। এদিকে যেভাবে নিত্য নতুন ধারাবাহিক আমদানি হচ্ছে, এমতাবস্থায় টিআরপির পতন যেকোনো সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই বড় বিপদ ডেকে আনতে পারে।

টিআরপি ফেরাতে সিরিয়াল (Serial) নিয়ে সিদ্ধান্ত চ্যানেলের

স্টার জলসার এমনি একটি জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘গৃহপ্রবেশ’। আদৃত শুভলক্ষ্মীর রসায়ন দর্শকদের নজর কেড়েছে বটে, কিন্তু টিআরপি তালিকায় তেমন প্রভাব পড়েনি। শেষ টিআরপি তালিকাতেও বেশ খানিকটা পিছিয়ে থাকতেই দেখা গেল গৃহপ্রবেশকে, যা চিন্তা বাড়িয়েছে দর্শকদের।

Star jalsha may take big decision on this serial

টিআরপির দেখা নেই: এই সিরিয়ালে (Serial) প্রথম জুটি বেঁধেছেন সুস্মিত মুখোপাধ্যায় এবং ঊষসী রায়। আদৃত আর শুভলক্ষ্মীর গল্প প্রোমো থেকেই আলাদা ভাবে নজর কেড়ে নিয়েছিল। প্রথম বার জুটি বাঁধলেও এর মধ্যেই দিব্যি জমে উঠেছে তাঁদের রসায়ন। উপরন্তু অভিনয়েও আরো উন্নতি দেখা গিয়েছে। কিন্তু হতাশ করছে টিআরপি তালিকা।

আরো পড়ুন : শতাব্দী প্রাচীন ঐতিহ্য! ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কে, কবে পেশ করেছিলেন? জানলে হবেন “থ”

স্লট হারা জলসার মেগা: কোন গোপনে মন ভেসেছের কাছে কার্যত গো হারা হেরেছে গৃহপ্রবেশ। দুই সিরিয়ালের (Serial) মধ্যে নম্বরের ফারাকও অনেক। এমতাবস্থায় স্লট ধরে রাখা নিয়ে দেখা দিয়েছে সংশয়। যেভাবে পরপর ধারাবাহিক শেষ হচ্ছে, নয়তো স্লট বদল হচ্ছে তাতে গৃহপ্রবেশ সিরিয়ালটি (Serial) নিয়েও চিন্তায় পড়েছেন দর্শকরা।

আরো পড়ুন : নেটদুনিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার, অনন্যার ‘বড়লোক বর’ সুকান্তর রোজগার কত জানেন?

শোনা যাচ্ছে, গৃহপ্রবেশ এর টিআরপি বাড়াতে বড় সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল। সিরিয়ালে আসতে পারে কোনো বড় চমক বা পরিবর্তন। তবে তাতে টিআরপিতে কোনো প্রভাব পড়বে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর