TRP-র অভাবে গল্পে কাঁচি, চ্যানেল বদলে নতুন মেগায় কামব্যাক জনপ্রিয় নায়িকার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ইদানিং বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে চ্যানেল বদলে অন্য চ্যানেলে এসে নতুন সিরিয়ালে (Serial) পা রাখছেন। সম্প্রতি জি বাংলায় ‘দাদামণি’ ধারাবাহিকের হাত ধরে কামব্যাক করেছেন প্রতীক সেন। ইতিমধ্যেই বেশ ভালো টিআরপিও তুলে ফেলেছে সিরিয়ালটি (Serial)। এবার কামব্যাকের পালা তাঁর অনস্ক্রিন নায়িকার।

নতুন সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন অভিনেত্রী

দাদামণির আগে স্টার জলসায় ‘উড়ান’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন প্রতীক। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল রত্নপ্রিয়া দাসকে। তবে দর্শক মহলে তেমন ছাপ ফেলতে পারেনি সিরিয়ালটি (Serial)। কম সময়ে শেষও হয়ে যায় ধারাবাহিকটি। তারপর প্রতীক নতুন সিরিয়ালে এলেও কোনও প্রোজেক্টে দেখা যায়নি রত্নপ্রিয়াকে।

Star Jalsha popular actress maybe coming to another serial

কোন চ্যানেলে দেখা যাবে: অবশেষে সুখবর দিলেন অভিনেত্রী। গুঞ্জন বলছে, নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন রত্নপ্রিয়া। তবে এবার আর মুখ্য চরিত্র নয়, শোনা যাচ্ছে পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। যেমনটা জানা যাচ্ছে, সান বাংলায় আসন্ন ধারাবাহিক (Serial) ‘রূপমতী’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রত্নপ্রিয়াকে।

আরও পড়ুন : ভাইবোনের মধ্যে আইনি লড়াই, ‘মল্লিক বাড়িতে সকলে…’, অন্দরমহলের কাহিনি শোনালেন কোয়েল

কবে শুরু সিরিয়াল: গুঞ্জন বলছে, সিরিয়ালে রূপমতী ওরফে অভিনেত্রী জয়িতা স্যান্যালের মায়ের চরিত্রে দেখা যাবে রত্নপ্রিয়াকে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে শুটিং। সিরিয়ালে (Serial) নায়কের চরিত্রে অয়ন ঘোষকে দেখা যেতে পারে বলে খবর।

আরও পড়ুন : ইলিশ নয়, দিঘা মোহনায় বিরল প্রজাতির মাছের দামে মালামাল মৎস্যজীবী! ভিড় জমাচ্ছেন পর্যটকরা

প্রসঙ্গত, উড়ান সিরিয়ালটি (Serial) তেমন ছাপ ফেলতে পারেনি টিআরপি তালিকায়। তাই মাঝপথেই শেষ করে দেওয়া হয়েছিল মহারাজ পূজারিনীর গল্প। তারপর থেকে দর্শকরা অপেক্ষায় ছিলেন রত্নপ্রিয়ার ফেরার। অবশেষে এই খবরে খুশি অনুরাগীরা।