শুরু হতে না হতেই শেষ, মাত্র ৩ মাসেই জলসা থেকে বাদ পড়ল এই সিরিয়াল

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশনে টিকে থাকার লড়াই এখন আরও কঠিন হয়ে উঠেছে। দর্শকদের মন জয় করতে অনেক সিরিয়ালই (Serial) শুরু হলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারে হাতে গোনা কয়েকটি ধারাবাহিক। টিআরপি তালিকায় শেষমেষ যে সিরিয়াল চমক দেখাতে পারবে সেটাই টিকে থাকতে পারবে চ্যানেলে। দর্শকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় মাত্র তিন মাসেই পাততাড়ি গোটাতে হল নতুন একটি সিরিয়ালকে (Serial)।

তিন মাসেই শেষ হয়ে গেল স্টার জলসার সিরিয়াল (Serial)

মাত্র তিন মাস আগে শুরু হওয়া একটি সিরিয়াল (Serial) শেষ হতে বসেছে এর মধ্যেই। কথা হচ্ছে স্টার জলসার ‘বুলেট সরোজিনী’ ছবির বিষয়ে। সিরিয়ালটি (Serial) শুরু হওয়ার পরই বড় পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু তবুও শেষরক্ষা করা গেল না। তিন মাস সম্পূর্ণ হতে না হতেই শেষ হতে বসেছে ধারাবাহিক (Serial)। এমন গুঞ্জনে স্বাভাবিক ভাবেই শোরগোল পড়েছে দর্শক মহলে।

Star jalsha serial ended in three months

শেষ হয়েছে শুটিং: গত বৃহস্পতিবার শেষ শুট হয়েছে বুলেট সরোজিনীর (Serial)। সেদিনই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দিয়া এবং অভিষেক খারাপ খবরটা জানান দর্শকদের। দিয়া বলেন, সফরটা ছোট হলেও খুব স্মরণীয় হয়ে থেকে যাবে। এত কম সময়ের জন্য হলেও সকলেই খুব কষ্ট পাচ্ছেন তাঁরা। অভিষেক বলেন, দিনে প্রায় ২৪ ঘন্টাই শুট থাকত তাঁদের। চার-পাঁচ ঘন্টার বিরতির পর আবার কাজ শুরু করতেন। খুব কম সময়ের মধ্যেই একটা পরিবারের মতো হয়ে উঠেছিলেন সকলে।

আরও পড়ুন : ন’মাসের টানা দুর্ভোগ, নিউ গড়িয়ার মেট্রো যাত্রীদের জন্য আসছে ‘দেবদূত’! বিশেষ উদ্যোগ রাজ্যের

দর্শকদের উদ্দেশে কী বললেন জুটি: দর্শকদের ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, এত কম সময়েও যে ‘রণজিনী’ এত ভালোবাসা পাবে তা ভাবতেই পারেননি তাঁরা। আর সরোজিনীর (Serial) শুট হবে না সেটা ভেবেই কষ্ট হচ্ছে। এই তিন মাসে টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতেই পারেনি বুলেট সরোজিনী (Serial)। মনে করা হচ্ছে, টিআরপি কম থাকার কারণেই এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া হল ধারাবাহিকটি।

আরও পড়ুন : তথ্য যাচাই ছাড়াই তালিকায় শতাধিক ‘ভুতুড়ে’ ভোটার, ইআরওদের তলব করতে কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে!

প্রসঙ্গত, গত ৩০ শে জুলাই থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’। সন্ধ্যা সাড়ে ছটার স্লটে শুরু হয়েছে ধারাবাহিকটি। অন্যদিকে সরোজিনীকে সরিয়ে সেই জায়গায় অর্থাৎ সাড়ে পাঁচটায় গিয়েছে গীতা এলএলবি।