নতুন সিরিয়াল আসতেই TRP ডাউন! আচমকাই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলি দুনিয়ায় এখন নতুন নতুন সিরিয়ালের (Bangla Serial) আনাগোনা। নতুনদের জায়গা দিতে একটার পর একটা পুরনো সিরিয়াল বন্ধ করে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। আর টিআরপি (Target Rating Point) কমে গেলে তো নতুন পুরনো কারোরই রক্ষে নেই‌। টিআরপি কমলে দুই মাসের সিরিয়ালের গলাতেও কোপ বসাতে পিছপা হচ্ছেনা নির্মাতারা।

এই যেমন সদ্যই খবর মিলেছে দুটি ব্র্যান্ড নিউ সিরিয়াল নিয়ে আসছে স্টার জলসা (Star Jalsha)। সিরিয়ালদুটি হল, ‘তোমাদের রানী’ এবং লাভ বিয়ে আজ কাল। জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বর থেকেই সিরিয়াল দুটি শুরু করতে চাইছেন নির্মাতারা। এদিকে স্টার জলসার পর্দায় এখন আর কোনও স্লটই খালি নেই।

এমতাবস্থায় খুব স্বাভাবিকভাবেই কোনও একটা সিরিয়াল বন্ধ করবে চ্যানেল কর্তৃপক্ষ। টলিপাড়ার গুঞ্জন, খুব শীঘ্রই নাকি বন্ধ হতে চলেছে টলিপাড়ার অন্যতম চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’ (Guddi)। রণজয় বিষ্ণু আর শ্যামোপ্তি মুদলির এই সিরিয়াল নিয়ে এমনিই বিতর্কের শেষ নেই। নিন্দুকদের কথায়, সিরিয়ালটিতে বিয়ে আর ডিভোর্স ছাড়া নাকি আর কিছুই দেখানো হয়না।

আরও পড়ুন : ‘দিদি বলেছেন যখন’, রাকেশ রোশনের চন্দাভিযান নিয়ে কাঞ্চনের খিল্লি ভিডিও ভাইরাল! অস্বস্তিতে বিধায়ক

ইতিমধ্যেই সিরিয়ালটি বন্ধ করার জন্য নেটিজনরা সোশ্যাল মিডিয়ায় আবেদন-ও জানাচ্ছিল। এবং অবশেষে বোধহয় দর্শকদের সেই ইচ্ছেই পূরণ করতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। কারণ, বহুদিন আগেই মূল কাহিনী থেকে সরে গিয়েছিল ‘গুড্ডি’-র চিত্রনাট্য। লম্বা লিপ নেওয়ার পর থেকেই বিরক্ত হয়ে উঠেছিল দর্শকদের একাংশ।

আরও পড়ুন : পাত্তা পাবে না করিনা, ক্যাটরিনারা! এই বলি অভিনেত্রীকে নিয়ে বলিউডে তৈরি হবে ১৪০০ কোটির ছবি

guddi

তবে সাম্প্রতিক ট্র্যাক দেখে যা মনে হচ্ছে তাতে হয়তো খুব শীঘ্রই এয়ার অফ সিরিয়ালটি। এখন যেমন দেখানো হচ্ছে, অঙ্কুশ সঠিক পথে ফিরেছে। রেশমিও নিজের ভুল বুঝতে পেরেছে। এমতাবস্থায় দর্শকদের অনুমান, এবার ‘গুড্ডি’-র বিদায় ঘন্টা বাজতে চলেছে। যদিও এর আগেও বেশ কয়েকবার ‘গুড্ডি’ বন্ধ (Guddi Air Off) হওয়ার খবর চাউর হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে বাস্তবে সেটা হয়নি। তাই চ্যানেলের অফিশিয়াল স্টেটমেন্ট আসা না অবধি কোনোকিছুই স্পষ্ট নয়।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর