বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে সিরিয়াল (Serial) শুরুর ধুম বিভিন্ন চ্যানেলে। স্টার জলসায় ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক চ্যানেল। আরও কিছু ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই অন্যতম ‘মিলন হবে কতদিনে’। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর জুটিতে টেলিভিশনে ফিরছেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিয়াল (Serial) শুরুর দিনক্ষণ।
নতুন সিরিয়াল (Serial) আসছে স্টার জলসায়
চ্যানেলের ঘোষণা অনুযায়ী, আগামী ১ লা জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হবে এই নতুন সিরিয়ালের। রাত সাড়ে নটার স্লটে শুরু হতে চলেছে ধারাবাহিকটি। আর সময় প্রকাশ্যে আসতেই শিলমোহর পড়েছে ‘অনুরাগের ছোঁয়া’র সমাপ্তিতে। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলছে এই সিরিয়াল। একাধিক বার বদলেছে গল্পের ট্র্যাক। একের পর এক নতুন প্রজন্মের কাহিনি শুরু হতে দেখা গিয়েছে। অবশেষে অনুরাগের ছোঁয়ার গল্পে ইতি টানা হবে বলেই মনে করা হচ্ছে।

আগে গাঁটছড়ায় দেখা গিয়েছে দুজনকে: একদিকে যেমন নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে, তেমনই অন্যদিকে স্লট খালি করতে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। এর আগে ‘গাঁটছড়া’ সিরিয়ালের (Serial) নায়ক নায়িকা ঋদ্ধি খড়ি চরিত্রে দেখা গিয়েছে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়কে। জলসার এই ধারাবাহিকটি (Serial) একসময় টিআরপি তালিকায় ঝড় তুলে দিয়েছিল। যদিও একসময় মাঝপথেই সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন শোলাঙ্কি।
আরও পড়ুন : সপরিবারে জঙ্গল সাফারি, সিনেমার টিকিট! সর্বাধিক ডিজিটাইজেশন করলেই আকর্ষণীয় উপহার BLO-দের
কেমন হবে নতুন গল্প: পুরনো জুটির নতুন সিরিয়ালে ফেরার উদাহরণ আগেও দেখা গিয়েছে। কিন্তু পুরনো জনপ্রিয়তায় ভর করে ঘুরে দাঁড়াতে বেশ সমস্যা পোহাতে হয়েছে তাঁদের। ‘খড়িদ্ধি’র ক্ষেত্রেও কি সেটা হবে, নাকি গাঁটছড়ার প্রত্যাশা ধরে রাখতে পারবে নতুন সিরিয়াল, সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন : ৩ বছর পর স্কুল রোম্যান্স কাহিনির কাছে স্লটহারা ‘জগদ্ধাত্রী’! শেষ হচ্ছে TRP টপার মেগা?
অন্যদিকে জি বাংলাতেও পুরনো সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। মনে করা হচ্ছে, তার আগে ৭ ডিসেম্বরই শেষ হবে জগদ্ধাত্রী। এখনও পর্যন্ত এই সিরিয়ালের নতুন স্লট ঘোষণা হয়নি। তাতেই আরও দৃঢ় হয়েছে জল্পনা।












