লম্বা ৮ বছরের বিরতি, সমাজ বদলের গল্প নিয়ে জলসার নতুন সিরিয়ালে ফিরছেন এই অভিনেত্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের কামব্যাক হচ্ছে টেলিভিশনে। লম্বা বিরতি শেষে আবারও ছোটপর্দায় (Serial) ফিরছেন নামী নায়ক নায়িকারা। জি বাংলা থেকে স্টার জলসা, একাধিক চ্যানেলে শুরু হয়েছে বেশ কিছু সিরিয়াল। আর সেই সব সিরিয়ালের (Serial) হাত ধরেই ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রীরা।

ছোটপর্দায় (Serial) ফিরছেন জনপ্রিয় তারকারা

সম্প্রতি কিছু নতুন শুরু হওয়া সিরিয়ালে (Serial) ফিরেছেন মধুমিতা সরকার, রণিতা দাস, সৌরভ চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা। এবার কামব্যাকের জল্পনা শোনা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের। আবারও ছোটপর্দায় (Serial) ফিরতে চলেছেন তিনি, এমনটাই শুরু হয়েছে গুঞ্জন।

Star jalsha serial will feature this actress

লম্বা বিরতি কাটিয়ে ফিরছেন নায়িকা: ছোটপর্দার অতি পরিচিত মুখ স্বস্তিকা। তাঁর অভিনয়ের সফর শুরু টেলিভিশনের হাত ধরেই। পরপর বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল (Serial) উপহার দিয়েছেন তিনি। মাঝে অবশ্য প্রায় ৩ বছর ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। এই লম্বা বিরতি কাটিয়ে এবার ফের সিরিয়ালে (Serial) ফিরছেন স্বস্তিকা। জানা যাচ্ছে, স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন : বাংলায় এবার SIR! ভোটার তালিকায় নাম ধরে রাখতে কোন কোন নথি সঙ্গে রাখবেন? জেনে রাখুন

কোন সিরিয়াল আসছে: এই চ্যানেলে আসতে চলেছে নতুন সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। সেই ধারাবাহিকেই (Serial) মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। স্নেহাশিস চক্রবর্তীর এই নতুন ধারাবাহিক (Serial) আবারও এক সমাজ বদলের গল্প বলবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে শুটিংও শুরু হয়েছে বলে খবর।

আরও পড়ুন : সব লোকাল আর সব প্ল্যাটফর্মে দাঁড়াবে না, দমদম এবং বিধাননগর স্টেশনে বড় পদক্ষেপ রেলের

প্রসঙ্গত, এই সিরিয়ালের হাত ধরে আট বছর পর স্টার জলসায় ফিরছেন স্বস্তিকা। মাঝে সিনেমা, সিরিজের কারণে টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তবে ভালো চরিত্র পেতেই আবার তিনি সিরিয়ালে ফিরছেন বলে খবর।