বাংলাহান্ট ডেস্ক : সাপ্তাহিক টিআরপি (TRP) মানেই কোনও না কোনও চমক। প্রতি সপ্তাহেই পরিবর্তন দেখা যায় টিআরপি তালিকায়। বেশ কিছু ধারাবাহিকের জায়গা পরিবর্তন হয়। নম্বরের ওঠাপড়া তো লেগেই রয়েছে। তবে কয়েক সপ্তাহের টিআরপি (TRP) বলছে, ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে জি বাংলা। সিরিয়ালগুলিও নম্বর বাড়িয়ে ফিরে আসছে আগের জায়গায়।
টিআরপি (TRP) তালিকায় আবারও বদল এল
প্রথম স্থান অবশ্য এখনও স্টার জলসারই দখলে। ‘পরশুরাম’ কয়েক সপ্তাহ ধরেই ফের দখলে রেখেছে টিআরপি (TRP) টপারের সিংহাসন। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭.০। টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে ‘পরিণীতা’ও রয়েছে প্রতিযোগিতায়। পরশুরামের পেছনেই ৬.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিক।
টিআরপি তালিকায় চমক: তৃতীয় স্থানে ফের জি বাংলার জনপ্রিয় তথা সবথেকে পুরনো মেগা ‘জগদ্ধাত্রী’। পুরনো হলেও এখনও জনপ্রিয়তা ধরে রেখেছে সিরিয়ালটি। ৬.৭ নম্বর তুলেছে ‘জগদ্ধাত্রী’। তারপরেই ৬.৬ নম্বর (TRP) নিয়ে চতুর্থ স্থান দখল করেছে জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’।
প্রথম পাঁচে কারা রয়েছে: পিছিয়ে নেই ‘ফুলকি’ও। পরপর চমক দেওয়া পর্ব আনছে এই সিরিয়াল। ৬.৫ নম্বর নিয়ে তালিকার (TRP) পঞ্চম স্থানে জায়গা পেয়েছে ফুলকি। ষষ্ঠ স্থানে একসঙ্গে জলসার দুটি সিরিয়াল রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘চিরসখা’। দুই ধারাবাহিকই পেয়েছে ৬.৪।
আরও পড়ুন : চুটিয়ে করুন পুজোর শপিং, জিএসটি স্ল্যাবে আমূল সংস্কার কেন্দ্রের, কোন জিনিসের কত দাম হবে?
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.০)
দ্বিতীয়- পরিণীতা (৬.৯)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৬)
পঞ্চম- ফুলকি (৬.৫)
ষষ্ঠ- রাঙামতি তীরন্দাজ, চিরসখা (৬.৪)
সপ্তম- আমাদের দাদামণি, চিরদিনই তুমি যে আমার (৬.২)
অষ্টম- কথা (৫.৩)
নবম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.১)
দশম- তুই আমার হিরো (৪.৭)
আরও পড়ুন : দূরত্ব মেটানোর ধুম টলিউডে, রাজ-বিতর্ক উড়িয়ে শুভশ্রীর গালে চুমু মিমির!
জি বাংলার ধারাবাহিকগুলির নম্বর বেড়েছে। অন্যদিকে স্টার জলসার সিরিয়াল গুলির ক্ষেত্রে ফের নম্বরে ফারাক দেওয়া শুরু হয়েছে। নম্বর কমায় তালিকা থেকে ছিটকে গিয়েছে অনেক সিরিয়ালই। গল্পে নতুন ট্র্যাক এনে চমক দিচ্ছে বিভিন্ন ধারাবাহিক। বেশ কয়েকটি নতুন সিরিয়ালও ভালো ফল করছে।