বাংলা হান্ট ডেস্কঃ বাংলা সিরিয়াল মানেই দর্শকদের বিনোদনের পাকা ঠিকানা। বিকেল হলেই রিমোট হাতে স্টার জলসা, জি বাংলার সামনে বসে পড়েন অনেকে। প্রত্যেক সপ্তাহে আবার এই বাংলা সিরিয়ালগুলির ‘রেজাল্ট’ বেরোয়। চলতি সপ্তাহেও এর অন্যথা হয়নি। পুজোর মধ্যেই প্রকাশ্যে এসেছে সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকা।
পুজোর মধ্যে বেঙ্গল টপার হল কে (TRP)?
বঙ্গসেরা হওয়ার জন্য স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার মধ্যে সপ্তাহভর জোর টক্কর হয়। যে কারণে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে দু’টি ধারাবাহিক। জি বাংলার ‘ফুলকি’ (Phulki) এবং স্টার জলসার ‘কথা’, ৭.১ পয়েন্ট সহযোগে শীর্ষস্থান দখল করেছে এই দুই মেগা। দ্বিতীয় স্থানেও রয়েছে দু’টি সিরিয়ালের নাম। ৭.০ পয়েন্ট সহযোগে এই সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’ এবং ‘গীতা এলএলবি’।
অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) নাম। টানটান উত্তেজনার ট্র্যাক দেখিয়ে বাজিমাত করেছে সৃজন-পর্ণার মেগা। একদিকে স্মৃতি ফিরেছে দত্ত বাড়ির ‘দাবাং’ বৌমার, অন্যদিকে আবার সাত পাকে বাঁধা পড়তে চলেছে বর্ষা-পিকলু। দর্শকদের চাহিদা মতো গল্প দেখাতেই হুড়মুড়িয়ে বেড়েছে জি বাংলার এই ধারাবাহিকের টিআরপি (TRP)।
আরও পড়ুনঃ মদ খেয়ে…! সঞ্জয়কে ‘সেই রাতে’ সুরাপানের টাকা দিয়েছিল কে? CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য
এই সপ্তাহে যুগ্মভাবে চতুর্থ স্থান দখল করেছে ‘উড়ান’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’। নম্বর বেড়েছে সূর্য-দীপার ‘অনুরাগের ছোঁয়া’রও। ৫.৭ রেটিং সহযোগে সপ্তম স্থান দখল করেছে স্টার জলসার এই সিরিয়াল (Bengali Serial)।
- বাংলা সিরিয়ালের সেরা দশ ধারাবাহিকের তালিকা
প্রথম- ফুলকি, কথা (৭.১)
দ্বিতীয়- জগদ্ধাত্রী, গীতা এলএলবি (৭.০)
তৃতীয়- নিম ফুলের মধু (৬.৬)
চতুর্থ- উড়ান, কোন গোপনে মন ভেসেছে (৬.৪)
পঞ্চম- শুভ বিবাহ (৬.৩)
ষষ্ঠ- রাঙামতী তীরন্দাজ (৫.৮)
সপ্তম- অনুরাগের ছোঁয়া (৫.৭)
অষ্টম- আনন্দী (৫.৪)
নবম- তেঁতুলপাতা (৫.২)
দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
এদিকে পুজোর আবহেই আবার প্রকাশ্যে এসেছে জি বাংলার (Zee Bangla) আসন্ন মেগা ‘পরিণীতা’র প্রোমো নাম ভূমিকায় দেখা যাবে, ‘মিঠাই’, ‘নিম ফুলের মধু’ খ্যাত উদয় প্রতাপ সিংকে। গ্রামের মেয়ে পারুল এবং শহরের ছেলে রায়ানের প্রেমকাহিনী ফুটে উঠবে এই ধারাবাহিকে। কবে, কোন স্লটে এই সিরিয়াল দেখানো হবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। তবে প্রোমো দেখে অনেকেই বলছে, টিআরপি (TRP) তালিকায় চমক দেখাতে পারে এই মেগা।