স্টার্কের বোমায় উড়ে গেল পৃথ্বীর স্ট্যাম্প, দেখুন ভয়ঙ্কর ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার দিবারাত্রি টেস্ট (India- Australia Day Night Test)। অ্যাডিলেডে প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গতকালই আজকের টেস্ট ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। আর প্রথম একাদশ ঘোষণা করার পরেই বিতর্ক তৈরি হয়েছিল। কারন বেশ কিছু ফর্মে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে অফ ফর্মে থাকা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন প্রথম একাদশে।

সেই আইপিএল থেকে শুরু করে অস্ট্রেলিয়া এ দল এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ প্রত্যেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শুভমান গিল। কিন্তু শুভমান গিলের বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট ম্যাচ প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল চূড়ান্ত অফফর্মে থাকা পৃথ্বী শ-কে। এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা কে এল রাহুলকেও সুযোগ দেওয়া হয়নি প্রথম একাদশে। আর তারপর থেকেই প্রথম একাদশ নির্বাচন নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।

অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট তার ওপর যে ভরসা করেছিল তার মান রাখতে পারলেন না পৃথ্বী শ। মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করতে এসে প্রথম ওভারের দ্বিতীয় বলে অস্ট্রেলিয়ার পেস বোলার মিচেল স্টার্কের বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন পৃথ্বী শ।

সম্পর্কিত খবর

X