বাংলাহান্ট ডেস্কঃ ভারতের ব্যাংকগুলিকে পরিষেবা ও সুরক্ষায় রীতিমতো প্রতিযোগিতায় ফেলতে পারে পোস্ট অফিস। সাধারণ মানুষের একটা বিরাট অংশ ডাকঘর থেকে লেনদেনকে অনেক বেশি সুরক্ষিত মনে করে। পোস্ট অফিসে প্রায় সমস্ত ব্যাংকিং সুবিধাই পাওয়া যায়। পাশাপাশি, পোস্ট অফিসে আপনি কেবল 20 টাকায় সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে পারে যে কেউ। পোস্ট অফিসের চার্জ সাধারণত ব্যাংকের চার্জ এর তুলনায় অনেকটাই কম কম।
জেনে নিন পোস্ট অফিসে সেভিংস একাউন্ট এর খুটিনাটি
১. পোস্ট অফিসের savings account এ সর্বনিম্ন 50 টাকার ন্যূনতম ব্যালেন্স রাখা উচিত। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ঠিক ব্যাংকের সঞ্চয়ী অ্যাকাউন্টের মতো।
২. পোস্ট অফিসে এটিএম এবং চেক বইয়ের সুবিধাও পাওয়া যায়।
৩. পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে পাওয়া 10,000 টাকার সুদ সম্পূর্ণ করমুক্ত।
৪.দেশের যে কোনও পোস্ট অফিসে একাউন্ট ট্রান্সফার করা যায়
কীভাবে সেভিংস অ্যাকাউন্ট খুলবেন:
পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে সাইট থেকে ডাউনলোড করে বা ডাকঘর থেকে সংগ্রহ করে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। পাশাপাশি KYC (know your customer) সম্পূর্ণ করতে হবে
প্রয়োজনীয় নথিপত্রঃ
আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
ঠিকানার প্রমাণ হিসাবে ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুতের বিল, ফোন বিল, আধার কার্ড অন্তর্ভুক্ত থাকতে হবে।
সমসাময়িক পাসপোর্ট সাইজের ছবি এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, সমস্ত যৌথ অ্যাকাউন্টধারীর ফটো প্রয়োজন।
‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের পর তীব্র কটাক্ষ! এবার মমতার সন্দেহ ‘১৪৪ বছর’ পর মহাকুম্ভ নিয়ে