আর নেই চাকরির চিন্তা! এখনই শুরু করুন এই ফুলগুলির চাষ, রাতারাতি হয়ে যাবেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে গতানুগতিকভাবে ধান-গমের মতো খাদ্যশস্যের চাষ (Agriculture) না করে যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন নিত্যনতুন চাষের প্রতি আকৃষ্ট হচ্ছেন কিছুজন। যেগুলির মাধ্যমে হচ্ছে বিপুল অঙ্কের লাভও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের বিভিন্ন প্রান্তেই এই প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেইরকমই কিছু লাভজনক চাষের বিষয় উপস্থাপিত করব।

ফুল হল এমনই একটি জিনিস যেটি পুজো-পার্বণ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় বিষয় এবং অনুষ্ঠানে কাজে লাগে। এমন পরিস্থিতিতে, আপনি ফুল চাষ শুরু করার মাধ্যমে দুর্দান্ত লাভ করতে পারেন। এমনিতেই বাজারে সবসময় ফুলের চাহিদা বেশ ভালোই থাকে। পাশাপাশি ফুল বিক্রিও হয় চড়া দামে। তাই, ফুল চাষ একটি লাভজনক চাষ হিসেবে বিবেচিত হয়। আজ আমরা আপনাদের এমন কিছু ফুলের কথা বলব যেগুলি চাষ করে আপনি প্রচুর লাভ করতে পারবেন।

১. জুঁই ফুল: জুঁই হল এমনই একটি ফুল যেটি সারাবছর চাষ করা যায়। জুঁই ফুল মূলত সুগন্ধি, ক্রিম, তেল, শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়। চর্মরোগের উপশমেও এই ফুল অত্যন্ত উপকারী। পাশাপাশি, ফুলটি পুজোতেও কাজে লাগে। বর্তমানে বাজারে জুঁই ফুল বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১,০০০ থেকে ২,০০০ টাকায়। তাই, আপনি এই ফুলের চাষ শুরু করে প্রচুর লাভ করতে পারেন।

আরও পড়ুন: চীনকে টেক্কা, এবার ভারতেই iPhone তৈরী করবে টাটা গ্রুপ! দাম কমবে? ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

২. গোলাপ ফুল: গোলাপ হল এমন একটি ফুল যা সারাবছর ফোটে। পাশাপাশি, বাজারে গোলাপের চাহিদা থাকে অনেকটাই বেশি। এই ফুল দিয়ে সহজেই গোলাপজল এবং পারফিউমের মতো জিনিস তৈরি করা যায়। গোলাপ চাষের মধ্যে কৃষকরা সহজেই প্রতি হেক্টরে ৫ থেকে ৬ লক্ষ টাকা আয় করতে পারেন।

আরও পড়ুন: নভেম্বরে এই গ্রহগুলির “মহাগোচর”, টাকার বৃষ্টি সহ সম্পদ বৃদ্ধি ঘটবে ৫ টি রাশির, জেনে নিন এখনই

৩. সূর্যমুখী: প্রথমেই জানিয়ে রাখি, সূর্যমুখী ফুল বেলে-দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো চাষ হয়। পাশাপাশি, এটি এমন একটি ফুল যেটিতে ৪০ থেকে ৫০ শতাংশ তেল পাওয়া যায়। শুধু তাই নয়, সূর্যমুখীর বীজ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এমতাবস্থায়, সূর্যমুখীর বীজ ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হয়। পাশাপাশি, আপনি এই ফুল বিক্রির মাধ্যমে এক হেক্টর জমিতে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারেন।

Start cultivating these flowers now

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে শুধুমাত্র ব্যবসা শুরু করার ধারণা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। তবে, যেকোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি, লাভের পরিসংখ্যান নির্ভর করবে আপনার ব্যবসার বিক্রয়ের ওপর।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর