প্রথমে GST থেকে স্বস্তি! এবার মুদ্রাস্ফীতি থেকেও মিলবে মুক্তি, SBI-এর রিপোর্টে সামনে এল বড় তথ্য

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: GST-র হারে এবার একটি বড় পরিবর্তন হতে চলেছে। যার ফলে সাধারণ গৃহস্থালী পণ্য এবং পরিষেবার ওপর কর কমবে। এর মাধ্যমে আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) খুচরো মুদ্রাস্ফীতি ০.৬৫ থেকে ০.৭৫ শতাংশ কমতে পারে। SBI (State Bank of India) রিসার্চের একটি রিপোর্ট অনুসারে, নতুন GST নিয়ম বাস্তবায়নের পর দেশে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে।

বড় রিপোর্ট সামনে আনল SBI (State Bank of India):

জানিয়ে রাখি যে, GST কাউন্সিলের ৫৬ তম সভায়, পুরনো চার স্তরের কর কাঠামো (৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ, ২৮ শতাংশ) অপসারণ করা হয়েছে। পাশাপাশি, দ্বি-স্তরের কর কাঠামো (৫ শতাংশ এবং ১৮ শতাংশ) অনুমোদিত হয়েছে। এছাড়াও, কিছু বিলাসবহুল পণ্য ও পরিষেবার জন্য ৪০ শতাংশের একটি বিশেষ করের হার নির্ধারণ করা হয়েছে। এদিকে, এই সিদ্ধান্তের মাধ্যমে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়েছে এবং কিছু আবার করমুক্ত হয়েছে।

State Bank of India brings out big report on inflation.

নতুন হার কবে থেকে প্রযোজ্য হবে: প্রসঙ্গত উল্লেখ্য, তামাক এবং সেই সংক্রান্ত প্রোডাক্ট ছাড়া এই নতুন করের হার আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে প্রযোজ্য হবে। রিপোর্টে বলা হয়েছে যে, ৪৫৩ টি পণ্যের GST হার পরিবর্তিত হয়েছে। যার মধ্যে ৪১৩ টি পণ্যের ওপর কর হ্রাস করা হয়েছে। অপরদিকে, মাত্র ৪০ টি পণ্যের ক্ষেত্রে কর বৃদ্ধি করা হয়েছে। প্রায় ২৯৫ টি প্রয়োজনীয় পণ্যের উপর GST ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশবা ০ শতাংশ করা হয়েছে। এর ফলে গ্রাহকরা মূলত খাদ্যপণ্যের ওপর ৬০ শতাংশ সুবিধা পাবেন। যার ফলে কনজিউমার ভ্যালু ইনডেক্স ভিত্তিক মুদ্রাস্ফীতি ০.২৫ থেকে ০.৩০ শতাংশ কমানো যেতে পারে।

আরও পড়ুন: ইউরোপে হু হু করে বাড়ছে ডিজেলের চাহিদা! ভারত থেকে প্রতিদিন কেনা হচ্ছে ২.৪২ লক্ষ ব্যারেল তেল

খুচরো মুদ্রাস্ফীতির ওপর এর প্রভাব: SBI (State Bank of India) রিসার্চ রিপোর্টে বলা হয়েছে যে, এর পাশাপাশি, পরিষেবার ওপর GST হার রেশনাইলেজ করার ফলে অন্যান্য পণ্য ও পরিষেবার ওপর খুচরো মুদ্রাস্ফীতি ০.৪০ থেকে ০.৪৫ শতাংশ আরও কমবে। যার ফলে গ্রাহকরা ৫০ শতাংশ সুবিধা পাবেন বলে অনুমান করা হচ্ছে। রিপোর্ট (State Bank of India) অনুসারে, সামগ্রিকভাবে, ২০২৬-২৭ অর্থবর্ষে খুচরো মুদ্রাস্ফীতি ০.৬৫ থেকে ০.৭৫ শতাংশ কমে আসতে পারে।

আরও পড়ুন: GST কাঠামোয় পরিবর্তনের পরেই বড় সিদ্ধান্ত! গ্রাহকদের স্বস্তি দিয়ে দুর্দান্ত ঘোষণা রিলায়েন্সের

গড় GST হার কত: উল্লেখ্য যে, GST কাউন্সিলের রেট রেশনলাইজেশনের কারণে ২০১৯ সালের সেপ্টেম্বরে গড় GST হার ১৪.৪ শতাংশ থেকে কমে ১১.৬ শতাংশ হয়েছে। নতুন পরিবর্তনের পর এখন এটি আরও কমিয়ে ৯.৫ শতাংশ করা যেতে পারে। নতুন GST নিয়মের ফলে প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সস্তা হবে। যার ফলে মুদ্রাস্ফীতি কমবে এবং প্রত্যক্ষভাবে সাধারণ মানুষ উপকৃত হবেন।