বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI (State Bank of India) ২০২৫ সালের অক্টোবরের জন্য ঋণের সুদের হারে কোনও পরিবর্তন করেনি। SBI তার বহিরাগত বেঞ্চমার্ক হার যেমন MCLR (মার্জিন কস্ট অফ ফান্ডস বেসড লিডিং রেট) এবং রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) অপরিবর্তিত রেখেছে।
ঋণের ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত রেখেছে SBI (State Bank of India):
গত ১ অক্টোবর, ২০২৫ তারিখে সম্পন্ন হওয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মনিটারি পলিসি কমিটির সভায় রেপো রেট ৫.৫ শতাংশে স্থির রাখা হয়। তবে, প্রয়োজনে ব্যাঙ্কগুলি তাদের ঋণের সুদের হার কমানোর নমনীয়তা রাখে। কারণ এই বছরের শুরুতে রেপো রেট ইতিমধ্যেই ১ শতাংশ (১০০ বেসিস পয়েন্ট) কমানো হয়েছে। যার প্রভাব এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি।
SBI-এর নতুন MCLR হার: বিভিন্ন মেয়াদের জন্য ব্যাঙ্কের MCLR হার ৭.৯০ শতাংশ থেকে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রয়েছে।
ওভারনাইট এবং ১ মাসের হার: ৭.৯ শতাংশ
৩ মাসের হার: ৮.৩ শতাংশ
৬ মাসের হার: ৮.৬৫ শতাংশ
১ বছরের সুদের হার: ৮.৭৫ শতাংশ
২ বছরের সুদের হার: ৮.৮ শতাংশ
৩ বছরের সুদের হার: ৮.৮৫ শতাংশ
আরও পড়ুন: রঞ্জি ট্রফি খেলেই বৈভব হবেন মালামাল! দৈনিক মিলবে বিপুল অর্থ, জানলে চমকে উঠবেন
MCLR কী: উল্লেখ্য যে, MCLR হল মার্জিন কস্ট অফ ফান্ডস বেজড লিডিং রেট। যেটি ব্যাঙ্কগুলি হোম লোন থেকে শুরু করে পার্সোনাল লোন বা কার লোনের মতো ফ্লোটিং রেট ঋণের সুদের হার নির্ধারণ করতে ব্যবহার করে। যদি ব্যাঙ্ক MCLR কমায় সেক্ষেত্রে গ্রাহকদের EMI কমানো হতে পারে। অথবা তাদের ঋণ আগে পরিশোধ করা হতে পারে। যদিও নতুন ঋণ এখন EBLR (এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট) এর সঙ্গে যুক্ত, বিদ্যমান ঋণ গ্রাহকদের MCLR থেকে EBLR-এ স্থানান্তর করার বিকল্প রয়েছে।
SBI হোম লোনের সুদের হার (১ অগাস্ট, ২০২৫ থেকে কার্যকর):
সাধারণ হোম লোনের হার: ৭.৫০ শতাংশ থেকে ৮.৭০ শতাংশ
সর্বোচ্চ গেইন ওভারড্রাফ্ট ঋণের হার: ৭.৭৫ শতাংশ থেকে ৮.৯৫ শতাংশ
টপ-আপ হোম লোন: ৮.০০ শতাংশ থেকে ১০.৭৫ শতাংশ
টপ-আপ (ওডি) লোন: ৮.২৫ শতাংশ থেকে ৯.৪৫ শতাংশ
আরও পড়ুন: অস্ট্রেলিয়াতেই কেরিয়ারের শেষ সিরিজ খেলবেন রোহিত-কোহলি? কী জানাল BCCI?
প্রসেসিং ফি: হোম লোন এবং টপ-আপ লোনের জন্য SBI (State Bank of India)-র প্রসেসিং ফি ঋণের পরিমাণের ০.৩৫ শতাংশ। যা সর্বনিম্ন ৩,০০০ টাকা এবং সর্বোচ্চ ১২,০০০ টাকা (GST অতিরিক্ত)।
SBI ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হার: SBI (State Bank of India) সাধারণ গ্রাহকদের জন্য ৩.০৫ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ (অমৃত বৃষ্টি স্পেশাল ডিপোজিট সহ) পর্যন্ত সুদের হার উপলব্ধ করে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫৫ শতাংশ থেকে ৭.১০ শতাংশ পর্যন্ত। যা ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের FD-র ক্ষেত্রে প্রযোজ্য। সামগ্রিকভাবে, SBI ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তার সুদের হার স্থিতিশীল রেখেছে। এর থেকে বোঝা যায় যে ব্যাঙ্কটি বর্তমানে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অদূর ভবিষ্যতেও সুদের হারে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।