দুর্দান্ত চমক SBI’র! বাড়ল এতটা সুদের হার! এবার FD’তে টাকা রাখলেই হয়ে যাবেন মালামাল

বাংলাহান্ট ডেস্ক : ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বৃদ্ধি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। গত ১৫ই মে থেকে প্রযোজ্য হয়েছে নতুন সুদের হার। স্টেট ব্যাঙ্ক দু কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধি করেছে। সুদের হার বৃদ্ধি পেয়েছে মোট তিনটি ক্ষেত্রে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ঘোষণার ফলে উপকৃত হবেন লাখ লাখ গ্রাহক।

পাশাপাশি প্রবীণ নাগরিকাও উপকৃত হবেন এই সিদ্ধান্তে। কোন মেয়াদে কত সুদ মিলবে ফিক্সড ডিপোজিটে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ৩.৫ শতাংশ সুদ মিলবে ৩ দিন থেকে ৪৫ দিনের আমানতে। ৪৬ দিন থেকে ১৭৯ দিনে ৫.৫ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিনে ৬ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কমে ৬.২৫ শতাংশ সুদ দেওয়া হবে।

আরোও পড়ুন : প্রেম করে বিয়ে, ২৭ বছর ঘর করলেন হিন্দু বাড়ির মেয়ের সাথেই! মীরের বউকে চেনেন?

এছাড়া, ১ বছর থেকে ২ বছরের কমে ৬.৮ শতাংশ,  ২ বছর থেকে ৩ বছরের কমে ৭ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কমে ৬.৭৫ শতাংশ, ৫ বছর থেকে ১০ বছরে ৬.৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের সুদ ০.৭৫ শতাংশ বৃদ্ধি করে ৬ শতাংশ করা হয়েছে। ০.২৫ শতাংশ বৃদ্ধি করে ৬.৫% সুদের হার করা হয়েছে ১৮০ দিন থেকে ২১০ দিনের স্থায়ী আমানতে।

fixed deposit

২১১ দিন থেকে ১ বছরের কম স্থায়ী আমানতে সুদের হার ০.২৫ শতাংশ বৃদ্ধি করে ৬.৭৫ শতাংশ করা হয়েছে। এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রয়েছে ৪০০ দিনের  ‘অমৃত কলশ’ ফিক্সড ডিপোজিট। এই স্কিমে সাধারণ নাগরিকরা ৭.১ শতাংশ হারে ও প্রবীণ নাগরিকরা ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই স্কিমে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর