বাংলা হাট ডেস্কঃ আগেই এটিএম এবং চেক উইথড্রলের পদ্ধতিতে বড়োসড়ো পরিবর্তন এনেছে এসবিআই (State Bank of India)। যাতে চিন্তা বেড়েছে বেশকিছু গ্রাহকদের। কিন্তু এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্যালারি অ্যাকাউন্ট থাকলে যে যে সুবিধা পাবেন পাবেন দেখুন তার তালিকা। জিরো ব্যালেন্স সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্য এই সুবিধা গুলি পাওয়া যাবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি এবং বেসরকারি অফিসে কর্মরত বহু মানুষের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। তারা পেতে পারেন এই পাঁচটি বড় সুবিধা। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন Sbi.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে।
শিক্ষাঋণ, গৃহঋণের ক্ষেত্রে সুবিধাঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্যালারি অ্যাকাউন্ট থাকা কোন গ্রাহক যদি নিজের অথবা পরিবারের জন্য শিক্ষা ঋণ নিতে চান, সেক্ষেত্রে লোনের প্রসেসিং ফি বাবদ যে টাকা ব্যয় করতে হয় তাতে ৫০% ছাড় পাওয়া যায়। একই ব্যবস্থা রয়েছে গৃহঋণের ক্ষেত্রেও।
ওভারড্রাফটের সুবিধাঃ
এস বি আই এর যেকোন স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার এই ওভারড্রাফটের সুবিধা ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে দু মাসের বেতন সমান ওভারড্রাফট পেতে পারেন তিনি।
দুর্ঘটনাজনিত বীমাঃ
দুর্ঘটনাজনিত বীমার ক্ষেত্রেও বড় সুবিধা পান স্টেট ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডাররা। ২০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বীমার ক্ষেত্রে গ্রাহককে কভার দেয় ব্যাঙ্ক। দুর্ঘটনায় কোন ব্যক্তির মৃত্যু হলে সে ক্ষেত্রে ৩০ লাখ টাকা পর্যন্ত কভার দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।
লকার খোলার ক্ষেত্রে ছাড়ঃ
সাধারণ অ্যাকাউন্ট হোল্ডারের তুলনায় একজন স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার বেশি সুবিধা পেয়ে থাকেন ব্যাঙ্কে লকার খোলার ক্ষেত্রেও। এক্ষেত্রে ব্যাঙ্কের লকারের জন্য যে চার্জ দিতে হয় সে ক্ষেত্রে প্রায় ২৫% ছাড় দেয় স্টেট ব্যাঙ্ক।
ফ্রী ডেবিট কার্ডঃ
স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ব্যাঙ্কের তরফে ফ্রী ডেবিট কার্ডের ব্যবস্থাও রয়েছে। যাতে রয়েছে বেশকিছু এক্সক্লুসিভ সুবিধা। এছাড়া বিভিন্ন শহরের জন্য ফি চেক, অটো সুইপ ফেসালিটিও প্রদান করা হয় এস বি আইয়ের পক্ষ থেকে।