কোটি কোটি গ্রাহক হবেন লাভবান! এবার বড় পদক্ষেপ গ্রহণ করল SBI, জানুন এখনই

Published on:

Published on:

State Bank of India has now given relief to crores of customers.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক, SBI (State Bank of India) তার লক্ষ লক্ষ গ্রাহকদের বড় স্বস্তি দিয়েছে। মূলত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতি মাসে তার MCLR (Marginal Cost of Funds based Lending Rate) সংশোধন করে। এবার, ব্যাঙ্কটি তার MCLR-এ কোনও পরিবর্তন করেনি।

গ্রাহকদের স্বস্তি দিল SBI (State Bank of India):

অর্থাৎ, MCLR বৃদ্ধি বা হ্রাস করা হয়নি। এর অর্থ হল গ্রাহকদের EMI-র ক্ষেত্রে বাড়তি বোঝা বাড়বে না। জানিয়ে রাখি যে MCLR হার হোম এবং কার লোনের হারের সঙ্গে যুক্ত। এই বৃদ্ধি এবং হ্রাসের প্রভাব সময়ের সঙ্গে সঙ্গে হোম বা কার লোনের EMI-তে প্রতিফলিত হয়। এই হারগুলি গত ১৫ নভেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

State Bank of India has now given relief to crores of customers.

SBI-র MCLR রেট: জানিয়ে রাখি যে, ওভারনাইট এবং ১ মাসের MCLR হল ৭.৯০ শতাংশ। ১ মাসের জন্য MCLR হল ৭.৯০ শতাংশ। এদিকে, ৩ মাসের ক্ষেত্রে ৮.৩০ শতাংশ, ৬ মাসের ক্ষেত্রে ৮.৬৫ শতাংশ, ১ বছরের ক্ষেত্রে ৮.৭৫ শতাংশ, ২ বছরের ক্ষেত্রে ৮.৮০ শতাংশ এবং ৩ বছরের জন্য MCLR হল ৮.৮৫ শতাংশ।

আরও পড়ুন: পরীক্ষায় পেয়েছেন ফুল মার্কস! তবুও ডাক মেলেনি ইন্টারভিউতে, নতুন চাকরিপ্রার্থীরা ঘেরাও করলেন বিকাশ ভবন

SBI হোম লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার হোম লোনের মোট লোন অ্যামাউন্টের ০.৩৫ শতাংশ প্রসেসিং ফি নেয়। তবে, GST আলাদাভাবে যুক্ত করা হয়। ব্যাঙ্ক এই ফি’-র জন্য একটি লিমিটও নির্ধারণ করেছে। এক্ষেত্রে প্রসেসিং ফি কমপক্ষে ২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা হতে হবে। এই পরিমাণের বেশি নয়। মূলত, লোনের আবেদন প্রসেস , ডকুমেন্ট চেক এবং ভেরিফিকেশনের মতো পদ্ধতিগুলির জন্য এই ফি নেওয়া হয়।

আরও পড়ুন: ‘বাংলাদেশে শান্তি ও গণতন্ত্রের জন্য…’, হাসিনার মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়ায় কী জানাল ভারত?

CIBIL স্কোর কী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, CIBIL, অথবা যেকোনও ক্রেডিট এজেন্সি, আপনার অতীতের ঋণ, ক্রেডিট কার্ড ব্যবহার এবং পরিশোধের ইতিহাসের ওপর ভিত্তি করে একটি ক্রেডিট স্কোর তৈরি করে। এই স্কোরটি নির্দেশ করে যে আপনি কতটা নির্ভরযোগ্য ঋণগ্রহীতা। এই স্কোর যত ভালো হবে, ব্যাঙ্কের সুদের হার তত কম হবে। CIBIL ছাড়াও, Experian, Equifax এবং Highmark হল RBI-স্বীকৃত সংস্থা যারা ক্রেডিট স্কোর জারি করে।