বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India, SBI) তার কোটি কোটি গ্রাহকদের রীতিমতো বড় ঝটকা দিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই ব্যাঙ্ক তার ৪০০ দিনের বিশেষ লাভবান করা স্কিম বন্ধ করে দিয়েছে।
গ্রাহকদের বড় ঝটকা দিল SBI (State Bank Of India):
আসলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) তার দুর্দান্ত ফিক্সড ডিপোজিট (FD) স্কিম “অমৃত কলশ” বন্ধ করে দিয়েছে। অমৃত কলশ যোজনায় বিনিয়োগের শেষ সময় ছিল গত ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত। এখন SBI এটি বন্ধ করেছে। SBI-র ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক গত ১ এপ্রিল, ২০২৫ থেকে “অমৃত কলশ” স্কিম বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
যারা অমৃত কলশ এফডি স্কিম নিয়েছেন তাঁদের কী হবে: জানিয়ে রাখি, যে সমস্ত বিনিয়োগকারীরা SBI (State Bank Of India)-র অমৃত কলশ স্কিমে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বিনিয়োগ করেছেন, তাঁরা মেয়াদপূর্তিতে সুদ এবং মূলধন সহ অর্থ পাবেন। তাই, অমৃত কলশ যোজনার বিনিয়োগকারীদের চিন্তার দরকার নেই। অর্থাৎ, তাঁদের অর্থ ও সুদ সম্পূর্ণ নিরাপদ থাকবে।
আরও পড়ুন: সুখবর! রাজ্যের আরও ৭ টি পণ্য পেল GI ট্যাগ, রয়েছে বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডুও, উচ্ছ্বসিত সৌমিত্র
অমৃত কলশ স্কিম কী: প্রসঙ্গত উল্লেখ্য যে, অমৃত কলশ এফডি স্কিম হল একটি দুর্দান্ত সঞ্চয় প্রকল্প। যেখানে গ্রাহকরা মাত্র ৪০০ দিনের জন্য বিনিয়োগ করতে পারেন। এই স্কিমটি প্রায় ১ বছর ২ মাসের জন্য ছিল৷ তবে, এখন আর কেউ এটিতে বিনিয়োগ করতে পারবেন না। কারণ ব্যাঙ্ক এই স্কিমটি ফিরিয়ে নিয়েছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)-র বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) স্কিম “অমৃত কলশ”-এ বিনিয়োগ করার শেষ তারিখ ছিল গত ৩১ মার্চ ২০২৫৷ এই স্কিমটি ২০২৩ সালের এপ্রিলে চালু করা হয়েছিল এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে, এর সময়সীমা কয়েকবার বাড়ানো হয়েছিল।
আরও পড়ুন: হলুদ ধাতু বদলে দেবে দেশের ভাগ্য? ভারতেই লুকিয়ে ছিল সোনার ভাণ্ডার, অবশেষে মিলল সন্ধান
সুদের হার: জানিয়ে রাখি যে, SBI (State Bank Of India)-র এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬০ শতাংশ সুদ পাবেন। এই হারগুলি নিয়মিত FD স্কিমের চেয়ে ৩০ বেসিস পয়েন্ট বেশি ছিল। স্কিমটি ভারতে বসবাসকারী এবং NRI উভয়ের জন্যই উন্মুক্ত ছিল। যেটি ২ কোটি টাকার কম মেয়াদী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। এই স্কিমে গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক বা ৬ মাসের মেয়াদের ভিত্তিতে সুদ পেতে পারেন। মেয়াদপূর্তিতে বিশেষ টার্ম ডিপোজিটের ওপর ভর করে সুদ প্রদান করা হয়। এই স্কিমে, আয়কর আইন অনুসারে টিডিএস কাটা হত। এছাড়াও, এই প্রকল্পে লোন এবং প্রি-ম্যাচিওরের সুবিধাও ছিল।