ঘরে ঘরে ‘লাখপতি’ তৈরি করবে SBI! মাসে মাত্র ৫৯৩ টাকা বিনিয়োগে মিলবে ১ লক্ষ! কিভাবে পাবেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) সাধারণ বিনিয়োগকারীদের জন্য নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটি রেকারিং ডিপোজিট স্কিম। যারা প্রতি মাসে স্বল্প পরিমাণ কিছু টাকা বিনিয়োগ করে হেলদি রিটার্ন পেতে চাইছেন, তাদের কাছে এসবিআইয়ের এই স্কিম হয়ে উঠতে পারে সেরা বিকল্প।

SBI’তে (State Bank of India) সামান্য বিনিয়োগে লাখপতি হওয়ার সুযোগ :

দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) লঞ্চ করেছে ‘হর ঘর লাখপতি’ স্কিম। সাধারণ গ্রাহকরা প্রতিমাসে ৫৯৩ টাকা ও প্রবীণ গ্রাহকরা প্রতিমাসে ৫৭৬ টাকা টাকা থেকে বিনিয়োগ আরম্ভ করতে পারেন  ‘হর ঘর লাখপতি’ স্কিমে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ বিকল্প খুঁজছেন, তাদের কাছে স্টেট ব্যাঙ্কের এই স্কিম আদর্শ।

আরও পড়ুন : হুট করে ২ বছরের লাফ, নায়ক নায়িকার পুনর্মিলন, রাতারাতি গল্প বদলে গেল এই মেগায়!

৩ বছর থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত মেয়াদের বিনিয়োগ (Investment) বিকল্প বেছে নিতে পারবেন বিনিয়োগকারী। গ্রাহককে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে এই স্কিমে (Scheme)। ১০ বছর মেয়াদের রেকারিং ডিপোজিট বিকল্প বেছে নিলে প্রতিমাসে গ্রাহক বিনিয়োগ শুরু করতে পারেন মাত্র ৫৯৩ টাকা থেকেই।

আরও পড়ুন : দোল আর হোলি; দুটোই রঙের উৎসব হলেও তফাৎটা কী জানেন? আর ‘ড্রেসকোড’ইবা সাদা হয় কেন?

যেকোনও ভারতীয় নাগরিক সিঙ্গেল বা জয়েন্ট মোডে খুলতে পারেন  ‘হর ঘর লাখপতি’ (Har Ghar Lakhpati) অ্যাকাউন্ট। ১০ বছর বা তার ঊর্ধ্বের নাবালক নিজে বা অভিভাবকের সাথেও নাম লেখাতে পারেন এই স্কিমে। ‘হর ঘর লাখপতি’ স্কিমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিনিয়কৃত অর্থের উপর দিচ্ছে দুর্দান্ত সুদ।

State Bank of India huge money scheme

‘হর ঘর লাখপতি’ স্কিমে দারুন সুদ :

৩ ও ৪ বছর মেয়াদে এই স্কিমে (Scheme) অর্থ বিনিয়োগ করলে সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন বার্ষিক ৬.৭৫ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.২৫ শতাংশ। ৫ থেকে ১০ বছর মেয়াদে এই স্কিমে সাধারণ গ্রাহকদের এসবিআই দিচ্ছে ৬.৫০% ও প্রবীণ নাগরিকদের ৭.০০% হারে সুদের অফার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X