বাংলাহান্ট ডেস্ক : দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। দেশের অধিকাংশ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকেই। গ্রাহকদের খুশি করতে মাঝেমধ্যেই এসবিআই বিভিন্ন ধরনের অফার লঞ্চ করে থাকে। দেশের বৃহত্তম এই ব্যাংক মাঝেমধ্যে পরিবর্তন করে তাদের সুদের হারে।
সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্ক নতুন দুটি উচ্চ সুদের হারের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিম চালু করে। এইচডিএফসি বৃহত্তম ব্যাংক বেসরকারি ব্যাংকিং সেক্টরে। এইচডিএফসি এর নতুন এই অফারে বেশ উৎফুল্ল হয়েছিলেন গ্রাহকরা। কিন্তু জানেন কি বার্ষিক ১০ শতাংশেরও বেশি সুদ একটা সময় অফার করছিল SBI?
শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি। বর্তমানে বেশ কিছু স্মল ফিনান্স ব্যাংক রয়েছে যারা ৯ শতাংশ সুদও দিয়ে থাকে। কিন্তু আপনারা যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট ঘাটেন তাহলে দেখা যাবে অতীতে এই ব্যাংক এক থেকে দুই বছরের স্থায়ী আমানতের উপর দশ শতাংশ হারে সুদ প্রদান করেছে। ২০০৮ সালের ১৬ আগস্ট এই কাজটি করেছিল এসবিআই।
আরোও পড়ুন : দুঃসংবাদ! হাওড়া থেকে ১৩ দিন বন্ধ থাকবে ১০ জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন, বিপদ এড়াতে দেখুন তালিকা
এই সুদের হার প্রযোজ্য ছিল ২০০৮ সালের ১ লা অক্টোবর পর্যন্ত। যদিও পরবর্তীকালে হ্রাস করা হয় সুদের হার। বর্তমানে এই সময়সীমার ফিক্সড ডিপোজিট এর জন্য এসবিআই ৬.৮% সুদ প্রদান করে। তবে অনেকেই জানেন না ১০০০ দিনের স্থায়ী আমানতের উপর স্টেট ব্যাংক সুদের হার বাড়িয়ে ১০.৫% করে ১ অক্টোবর, ২০০৮-এ ।
লক্ষ্য করলে দেখা যাবে ২০০৮ সাল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থায়ী আমানতের উপর ৯ শতাংশের বেশি সুদ প্রদান করেছে। তবে গত পাঁচ বছরে কোনো রাষ্ট্রয়তা ব্যাংকই ৭.১ শতাংশের অধিক সুদ কিন্তু দেয়নি। সেক্ষেত্রে বেসরকারি স্মল ফিনান্স ব্যাংকগুলি নয় শতাংশের উপর সুদ প্রদান করে কিছু স্থায়ী আমানতের উপর।