পরীক্ষা ছাড়াই SBI-তে চাকরির সুযোগ, বিপুল শূন্যপদে নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই ব্যাঙ্কে চাকরির (Recruitment) স্বপ্ন দেখেন। পাশাপাশি, সেই স্বপ্নপূরণের জন্য পরিশ্রমও করে যান তাঁরা। এমতাবস্থায়, এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (State Bank Of India) রয়েছে চাকরির (Recruitment) দুর্দান্ত সুযোগ। মূলত, সম্প্রতি বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য SBI-এর তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে যে, ওই ব্যাঙ্কে বিভিন্ন পদে চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

স্টেট ব্যাঙ্কে বিপুল পদে হচ্ছে কর্মী নিয়োগ (Recruitment):

মোট শূন্যপদের সংখ্যা: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, বিভিন্ন পদে (Recruitment) মোট ১,০৪০ টি শূন্যপদ রয়েছে।

   

কোন কোন পদে করা হবে নিয়োগ: জানিয়ে রাখি যে, ওই ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসারে (এসসিও)-র বিভিন্ন পদে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। ওই পদগুলির মধ্যে রয়েছে সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড), সেন্ট্রাল রিসার্চ টিম (সাপোর্ট), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজ়নেস), ভিপি ওয়েলথ, রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার-টিম লিড, রিজিয়নাল হেড, ইনভেস্টমেন্ট অফিসার এবং ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট।

কোথায় হবে পোস্টিং: প্রসঙ্গত উল্লেখ্য যে, নিযুক্ত কর্মীদের পোস্টিং প্রদান (Recruitment) করা হবে মুম্বাই থেকে শুরু করে দেশের অন্যান্য শহরে। এছাড়াও, এই সমস্ত পদে চুক্তির ভিত্তিতে পাঁচ বছরের জন্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যার মধ্যে প্রথম এক বছর কর্মীদের “প্রবেশন”-এ রাখা হবে বলেও জানা গিয়েছে।

State Bank Of India issued notification for the recruitment of huge vacancies.

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (টেকনোলজি) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ/ এমএমএস/ পিজিডিএম/ এমই/ এমটেক/ বিই/ বিটেক/ পিজিডিবিএম ডিগ্রি এবং ব্যাঙ্কিং টেকনোলজি ক্ষেত্রে ন্যূনতম চার বছরের চাকরির (Recruitment) অভিজ্ঞতাও থাকতে হবে। এর পাশাপাশি অন্যান্য পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার বিভিন্ন মাপকাঠি।

বয়স: সংশ্লিষ্ট পদগুলিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের কোনও বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

বেতনের পরিমাণ: পদের ভিত্তিতে নিযুক্ত প্রার্থীদের বেতনের পরিমাণ হবে বার্ষিক ২৬ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত।

আরও পড়ুন: UPSC পরীক্ষায় প্রিলিমস উত্তীর্ণ হলেই মিলবে ১ লক্ষ টাকা! বিরাট ঘোষণা সরকারের

আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদন জানাতে হবে। আবেদনের আগে প্রার্থীরা মূল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে পারেন।

আবেদন ফি: এক্ষেত্রে আবেদন ফি হিসেবে জমা দিতে হবে ৭৫০ টাকা। তবে, সংরক্ষিত প্রার্থীদের জন্য এই আবেদন ফি লাগবে না।

আরও পড়ুন: ৮ সেকেন্ডে করুন দৃষ্টিশক্তির পরীক্ষা! এই দু’টি ছবিতে থাকা তিনটি পার্থক্যকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

নিয়োগ পদ্ধতি: জানা গিয়েছে যে, আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারী অভিজ্ঞতার ওপর ভর করে প্রাথমিক বাছাই সম্পন্ন হবে। তারপরে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সেখান থেকে নির্বাচিত প্রার্থীদের নিযুক্ত (Recruitment) করা হবে।

আবেদনের শেষ দিন: এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে শেষ দিন হল আগামী ৮ অগাস্ট, ২০২৪।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর