বাংলাহান্ট ডেস্ক: রেকর্ড পরিমাণ বিনিয়োগ পেয়ে নজির সৃষ্টি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India)। রিপোর্টে জানানো হয়েছে, গত দুই বছরে আশাতীত বিনিয়োগ পেয়েছে তারা। সম্প্রতি স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ২০২৩ ও ২০২৪ আর্থিক বছরের রিপোর্ট পেশ করা হয়। এই রিপোর্টে দেখা যাচ্ছে, গত দুটি আর্থিক বছরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩৭ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) নয়া রেকর্ড
২০২১ সালে স্টেট ব্যাঙ্ক ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পায়। তারপর থেকে পরবর্তী দুটি আর্থিক বছরে রেকর্ড পরিমাণ বিনিয়োগ পেয়ে উচ্ছসিত দেশের প্রথম সারির এই ব্যাঙ্ক। গত দুই আর্থিক বছরে রেকর্ড পরিমাণ বিনিয়োগ পেয়ে ২০২৫ আর্থিক বছরে বিশেষ নজর দিচ্ছে এসবিআই (State Bank of India)।
আগামী আর্থিক বছরে অতীতের রেকর্ড ভেঙে বিনিয়োগের পরিমাণ আরো বাড়াতে চাইছে স্টেট ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক কর্তাদের মতে, চলতি আর্থিক বছরে যদি ৭০ শতাংশ বিনিয়োগ (Investment) আসে তাহলে গত দুই বছরের টার্গেটকেও ছাপিয়ে যাওয়া যাবে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর শেয়ারবাজারেও দর বেড়েছে স্টেট ব্যাঙ্কের (SBI)।
আরোও পড়ুন : সেটে গুরুতর আহত নায়িকা, শুরু হতে না হতেই থমকে গেল জি এর জনপ্রিয় সিরিয়ালের শুটিং
স্টেট ব্যাঙ্কের ১,১৭২ টি প্রোজেক্টে বিনিয়োগ এসেছে ১৩,৫৮,৭৮৩ কোটি টাকা। পাশাপাশি মাইনিং সেক্টরের ৭২ টি প্রজেক্টে এসেছে ৫৬, ৬২৮ কোটি টাকার বিনিয়োগ। গ্যাস সেক্টরে ৬২ টি প্রজেক্টে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫,৬২৩ কোটি টাকা। স্টেট ব্যাঙ্কের এই রিপোর্ট সামনে আসার পর কিছুটা হলেও রক্তক্ষরণ বন্ধ হয়েছে শেয়ার বাজারের।
এমনকি আগামী বাজেটের আগে সরকারি এই ব্যাঙ্কের এহেন পারফরম্যান্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আর্থিক বিশ্লেষকদের মতে, স্টেট ব্যাঙ্কের এই রিপোর্ট আগামীদিনে বিনিয়োগকারীদের ভরসা যোগাবে। এমনকি উৎসাহিত করবে অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলিকে।