বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI (State Bank of India)। পাশাপাশি, এটি ভারতের প্রাচীনতম সরকারি ব্যাঙ্কও। SBI ১৮০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সমগ্র দেশজুড়ে এই ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক রয়েছে। তবে, এখন এই ব্যাঙ্কের নাম SBI হলেও পূর্বে এই ব্যাঙ্কের নাম ছিল Bank of Calcutta। SBI-এর ভারতে একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে।
বিদেশেও পরিষেবা প্রদান করে SBI (State Bank of India):
বর্তমানে, ভারতে SBI-র ২৩,০৮৫ টিরও বেশি ব্রাঞ্চ রয়েছে। এছাড়াও, সারা দেশে SBI-র ৬৩,৫৮০ টিরও বেশি ATM রয়েছে। পাশাপাশি, SBI-র নেটওয়ার্কে প্রায় ৮২,৯০০টি বিজনেস করেসপন্ডেন্স আউটলেট সামিল রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, SBI কেবল ভারতেই নয়, বরং বিশ্বের একাধিক দেশে পরিষেবা প্রদান করে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

SBI কোন কোন দেশে তার পরিষেবা প্রদান করে: ভারতের পাশাপাশি, SBI বিদেশেও তার পরিষেবা প্রদান করে। এর ফলে বিদেশে বসবাসকারী ভারতীয়রা (NRI) এবং স্থানীয় বাসিন্দারা যাতে ব্যাঙ্কিং পরিষেবা পান। ভারত ছাড়াও, SBI বিশ্বব্যাপী ২৯ টি দেশে পরিষেবা প্রদান করে। এই ২৯ টি দেশে SBI-র মোট ২৩০ টি বিদেশি কার্যালয় রয়েছে। ওই দেশগুলির মধ্যে কিছু বড় দেশও সামিল রয়েছে। মূলত কিছু প্রধান দেশে।
আরও পড়ুন: IPL-এর সবথেকে দামি বিদেশি খেলোয়াড়! ২৫.২০ কোটি টাকায় ক্যামেরন গ্রিনকে কিনল KKR
এই তালিকায় আমেরিকা (USA) থেকে শুরু করে ব্রিটেন (UK), অস্ট্রেলিয়া, বেলজিয়াম, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, জাপান, জার্মানি, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ এবং ভুটানের মতো দেশ সামিল রয়েছে।
আরও পড়ুন: ‘গ্রেসিয়াস দিল্লি! হাস্তা প্রোন্তো’, অনুরাগীদের ভালোবাসায় মুগ্ধ মেসি, ফের আসতে চান ভারতে
বিদেশে SBI কী কী পরিষেবা প্রদান করে: জানিয়ে রাখি যে, SBI বিদেশে বসবাসকারীদের জন্য বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করে। যার মধ্যে NRI অ্যাকাউন্ট যেমন NRE, NRO এবং FCNR অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং তোলার সুবিধা,ট্রেড ফাইন্যান্স, বিজনেস লোন, রিটেল এবং কর্পোরেট ব্যাঙ্কিং পরিষেবা সামিল রয়েছে।












