লক্ষ্মীর ভান্ডার নিয়ে খারাপ খবর! বাজেটে যা জানাল রাজ্য সরকার

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন। আজ ১২ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ হচ্ছে রাজ্যের বাজেট (State Budget)। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সবপক্ষের। আর সেই বাজেট থেকেই উপহারের ঝুলি খুললেন মমতা। হল একের পর এক বড় ঘোষণা। তবে বাড়ল না লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) ভাতা।

লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে কোনো সুখবর দিতে পারলেন না অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের বাজেটে ভোটারদের মন জয় করতে রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্পগুলিতে বাড়তি বরাদ্দ ঘোষণা করতে পারে বলে জল্পনা ছিল। সেই মত একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়লেও অপরিবর্তিত রইল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)।

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়ল না।

lakshmir bhandar

বাজেটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে জোড়ালো জল্পনা চলছিল। শাসকদলের মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতার মুখেও এই প্রকল্পে অনুদান বৃদ্ধির কথা শোনা গিয়েছিল। কেউ বলছিল ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে! কেউ বলছিল আরও ৫০০ টাকা ভাতা বাড়ানো হবে। তবে সেসব কিছুই হল না। বাজেটে বাড়ল না লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ। এবার বিধানসভা নির্বাচনের আগে এই নিয়ে কোনো বড় চমক আসে কিনা সেটাই দেখার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X