আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ বাংলায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ  পয়লা ফেব্রুয়ারি সংসদে পেশ হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাজেট। এবার বাংলার মানুষের নজর রাজ্য বাজেটের দিকে। সোমবার মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট।  বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

এছাড়াও এদিনের মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু সিদ্দান্ত নেওয়া হয়েছে এদিন। পরিবহণ, নগরোন্নয়ন আর কলকাতা ও দুর্গাপুর পুরসভায়  প্রায় ৪০০ পদে নিয়োগ করা হবে। পাশাপাশি শিক্ষকদের নিজের জেলায় পোস্টিং নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

 আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় এই বাজেট অধিবেশন। বাজেট অভিবেশন শুরুর আগে এদিকে রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে  বৈঠক করেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আসন্ন বাজেট অধিবেশন নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে মনে করছে ওয়াকিবহাল মহল,যদিও পার্থ চট্টোপাধ্যায়ের দাবি সৌজন্য সাক্ষাত্ ছিল ওই বৈঠক। আর বৈঠকের পরের দিন অর্থাত্ সোমবার  রাজ্যপাল বিবৃতি দিয়ে ৭ ফেব্রুয়ারি বিধানসভায় সকল সদস্যদের দুপুর ২টোয় উপস্থিত থাকতে বলেছেন।

পশ্চিমবঙ্গ  সরকার ইতিমধ্যেই সিএএ এবং এনপিআরের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে। সেখানে বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে জটিলতা তৈরির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক মহলের একাংশ। কেন্দ্রীয় বাজেটের পর এখন বাংলার মানুষের নজর রাজ্য বাজেটের দিকে। আর বাজেটের পাশাপাশি এই অধিবেশনে সিএএ, এনারসি, এনপিআর প্রসঙ্গও যে উঠে আসবেই, বলা বাহুল্য

X