আর অখুশি থাকতে হবে না! নতুন বছরেই ফের এতটা DA বাড়াতে পারে রাজ্য সরকার, বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দাবি একটাই, চাই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। বহুদিন ধরেই এই ডিএ (DA) ইস্যুতে উত্তাল রাজ্য। চলতি বছরেই অক্টোবরে কপাল খুলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ৪% ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। ওদিকে কেন্দ্রের পর বহু রাজ্যও সেই পথে হেঁটে সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। সম্প্রতি ৪% ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও মমতার সিদ্ধান্তে অখুশি রাজ্য সরকারি কর্মীদের অধিকাংশ। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তারা। বহুদিন থেকেই আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন বছরের সেই আন্দোলনের ঝাঁজ আরও তীব্র হবে বলেও সাফ হুঁশিয়ারি তাদের। তবে কেবল বাংলাই নয়, অন্য একাধিক রাজ্যের কর্মীরাও কেন্দ্রীয় হারে ডিএ এর জন্য আন্দোলন চালিয়ে আসছে।

ওদিকে সম্প্রতি জানা গিয়েছিল ভোটের কারণে মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি। আটকে গিয়েছিল। ডিএ বৃদ্ধি, সহ একাধিক সমস্যার কথা জানিয়ে কিছুদিন আগেই সে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই আবহেই এবার শোনা যাচ্ছে নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ।

আরও পড়ুন: কেন্দ্রের ‘চক্ষুশূল’ কন্যাশ্রী? এই নিয়ে তৃতীয়বার কুচকাওয়াজে বাংলার ট্যাবলো খারিজ করল দিল্লি

প্রসঙ্গত, ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় রাজ্যে ডিএ বৃদ্ধি করতে পারেনি মধ্যপ্রদেশ সরকার। এই ডিএ বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের অনুমতি চাওয়া হলেও সেই সময় অনুমতি দেয়নি কমিশন। আগেই রিপোর্টে দাবি করা হয়েছিল, ভোটের পর মধ্যপ্রদেশে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে।

da salary hike

বর্তমানে ভোট শেষ। তাই আসন্ন জানুয়ারি মাসেই মধ্যপ্রদেশে ডিএ বাড়তে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে মধ্যপ্রদেশে ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা। নতুন বছরে ফের ৪ শতাংশ বেড়ে সেই ডিএ ৪৬ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর