বাংলাহান্ট ডেস্ক : ধর্মতলার বাস টার্মিনাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের এলাকার পরিবেশ। দূষণের ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ধর্মতলার সংলগ্ন বিভিন্ন সৌধের। এই কারণ দেখিয়ে পরিবেশকর্মী সুভাষ দত্ত ২০০৭ সালে কলকাতা হাইকোর্টে ধর্মতলা থেকে বাস টার্মিনাস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার মামলা করেন।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ধর্মতলা থেকে ছয় মাসের মধ্যে সরিয়ে নিয়ে যেতে হবে বাস টার্মিনাস। এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়। এরপর সুপ্রিম কোর্ট বহাল রাখে কলকাতা হাইকোর্টের নির্দেশ। সম্প্রতি রাজ্য সরকার বাস টার্মিনাস ধর্মতলা থেকে সরিয়ে দেওয়া হবে।
আরোও পড়ুন : প্রতীক্ষার অবসান, অবশেষে পদ্মা সেতুর উপর চালু হল রেল পরিষেবা! দূরত্ব ঘুচবে ঢাকা-কলকাতার
তারাতলার একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আইনজীবীদের গাড়ি পার্কিং হাইকোর্ট চত্বর থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে। আইনজীবীদের গাড়ি পার্কিংয়ের জন্য বিকল্প হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে মিলেনিয়াম পার্কের নাম। এই প্রস্তাবে রাজি হয়েছে রাজ্য সরকার।
আরোও পড়ুন : ভারতেও হবে সোনার বৃষ্টি, প্রতি বছর উত্তোলন হবে ৭৫০ কেজি হলুদ ধাতু! জানুন কোথায় আছে এই খনি
সূত্রের খবর, সব পক্ষ এই দুটি জায়গা নিয়ে বিচার বিশ্লেষণ করার পর হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। ধর্মতলার বাস স্ট্যান্ড এর আগে হাওড়ায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যদি বাসস্ট্যান্ড হাওড়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে অসুবিধায় পড়বেন যাত্রী ও বাসকর্মীরা। তবে কলকাতার মধ্যে তারাতলার অবস্থান হওয়ায় সেক্ষেত্রে সরকার মনে করছে এতে সবার সুবিধাই হবে।
পাশাপাশি হাইকোর্ট চত্বরে আইনজীবীদের গাড়ি থাকায় সৃষ্টি হয় যানজটের। পরিবেশকর্মী সুভাষ দত্ত বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিকল্প হিসেবে তিনি মিলেনিয়াম পার্কের কথা বলেন। আদালত জানিয়েছে মিলেনিয়াম পার্কে গাড়ি পার্ক করার ক্ষেত্রে রাজি হয়েছে আইনজীবীদের তিনটি সংগঠন। রাজ্য সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।