২৩৯% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা, মেটানো হবে বকেয়াও! বিরাট সুখবর দিল সরকার

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট মিটতেই ফের শিরোনামে ডিএ (Dearness Allowance)। নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। ভোট মিটতেই পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে। এমতাবস্থায় ফের রাজ্য সরকারি কর্মীদের (State Government Employes) জন্য চলে এল একটি বিরাট সুখবর।

রিপোর্ট অনুসারে, এই রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) এক ধাক্কায় অনেকটা DA বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৬ সালের আগের পে স্কেলে যে সকল সরকারি কর্মীরা কাজ করেছেন, তাঁদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়েছে। যে কারণে তাঁদের বেতনও অনেকখানি বৃদ্ধি পেতে চলেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের আগের পে স্কেলের রাজ্য সরকারি কর্মীরা এর আগে ২৩০% হারে DA পাচ্ছিলেন। তবে এবার এক ধাক্কায় ৯% মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে এবার ২৩৯% হারে DA পাবেন তাঁরা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে বর্ধিত হার কার্যকর হয়েছে। এর পাশাপাশি অন্য একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, জানুয়ারি থেকে মে মাস অবধি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA জুন মাসে মিটিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের কোচে অগ্নিকাণ্ড! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মাঝেই ফের বিপর্যয়, তোলপাড়

জানা যাচ্ছে, গত ১১ জুন তামিলনাড়ু সরকার রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ১ জানুয়ারি থেকে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে ওই রাজ্যের সরকারি কর্মীদের।

Dearness Allowance

এদিকে আবার শোনা যাচ্ছে, ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়তে পারে। এর আগে গত মার্চ মাসে তাঁদের DA বাড়ানো হয়েছিল। বর্তমানে ৫০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। এবার বহু রিপোর্টে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও ৪% হারে DA বাড়ানো হতেপারে। আগামী ১ জুলাই থেকে সেই বর্ধিত হারে DA কার্যকর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সেই সংক্রান্ত ঘোষণা দুর্গাপুজো অথবা দীপাবলির আগে হতে পারে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর