শিল্পে আসবে গতি, রাজ্যে বন্দে ভারতের কোচ নির্মাণে বড় পদক্ষেপ, ১২৬ কোটির জমি লিজে দিচ্ছে সরকার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এবার এ রাজ্যেই তৈরি হবে বন্দে ভারত। মেট্রো এবং বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) কোচ নির্মাণে জমি হস্তান্তর করছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হয় মন্ত্রিসভার বৈঠক। সেখানেই হুগলির ৪০ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, কোন্নগরে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের বর্তমান ইউনিটের সম্প্রসারণের জন্যই এই জমি হস্তান্তর করা হচ্ছে।

বন্দে ভারতের (Vande Bharat) জন্য জমি হস্তান্তর রাজ্য সরকারের

উল্লেখ্য, বর্তমানে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের মোট ৩৪ একর জমি রয়েছে। আর নবান্নের বৈঠকে আরও ৪০ একর জমি হস্তান্তরের (Vande Bharat) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, হুগলির কোত্রঙ এবং ভদ্রকালী মৌজায় অবস্থিত এই ৪০ একর জমি, যা টিআরএসএল এর বর্তমান কারখানার ঠিক পাশেই।

State government handover land for vande bharat coach making

কত টাকার বিনিময়ে হচ্ছে হস্তান্তর: প্রশাসনিক সূত্রে খবর, ৯৯ বছরের লিজে ১২৬ কোটি টাকার বিনিময়ে হস্তান্তর করা হচ্ছে ওই জমি। এই লিজের টাকা পাবে রাজ্য সরকার। এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত একাধিক ক্ষেত্রে ফলদায়ী হবে বলে মনে করা হচ্ছে। একাধারে এতে টিটাগড়ে বন্দে ভারতের (Vande Bharat) কোচ নির্মাণে গতি আসবে। তেমনি আবার রাজ্যের শিল্পক্ষেত্রে বাড়বে বিনিয়োগ, বেশ কিছু কর্মসংস্থান হবে।

আরও পড়ুন : তৃণমূলের “বিবৃতি”-তে একী বানান! নেটমাধ্যমে পোস্ট করে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুললেন সজল ঘোষ

রাজ্যে তৈরি হবে বন্দে ভারত: এই জমি হস্তান্তরের ফলে মেট্রো এবং বন্দে ভারত (Vande Bharat) প্রকল্পের ক্ষেত্রে নয়া পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, কারখানা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারের কাছে আগেই আবেদন জানিয়েছিল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। তার ফলেই এবার জমি হস্তান্তর (Vande Bharat) করা হচ্ছে সংস্থাকে। জানা গিয়েছে, গত ১২ ই জুলাই দু পক্ষের মধ্যে জমি হস্তান্তর বিষয়ে চুক্তি করা হয়েছে।

আরও পড়ুন : ৬ বছর সিঙ্গেল থাকার পর দ্বিতীয় ইনিংস, দেবমাল্যর গলাতেই মালা দিতে চলেছেন মধুমিতা!

সংস্থার তরফে বলা হয়েছে, অতিরিক্ত উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হবে এই অতিরিক্ত জমি। বর্তমানে ৩০০ টি করে রেক তৈরি হয় বাৎসরিক। সেই জায়গায় এবার ৮৫০ টি করে রেক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।