বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র কিছুদিনের অপেক্ষা। সেপ্টেম্বরের শেষেই পড়ে যাবে ঢাকে কাঠি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর (Durgapuja App) প্ল্যানিং। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, শহরতলি এবং জেলার অলিতেগলিতে বহু পুজো হয়। পাশাপাশি যত দিন যাচ্ছে ভিড়ও ততই বাড়ছে। পিতৃপক্ষ থেকেই প্যান্ডেল গুলিতে থাকে উপচে পড়া ভিড়। এবার তাই সব দিক মাথায় রেখেই এক বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। আসতে চলেছে দুর্গাপুজোর জন্য বিশেষ অ্যাপ (Durgapuja App)।
দুর্গাপুজোর (Durgapuja App) জন্য নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার
প্যান্ডেল হপিংয়ের অভিজ্ঞতা আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পর্যটন দফতর। দুর্গাপুজোতেও এবার ঢুকে পড়ছে ডিজিটালাইজেশন। সমস্ত ছোটবড় পুজোগুলি ঘুরে দেখতে যাতে কোনও রকম সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য এবার অ্যাপের (Durgapuja App) উপরে নির্ভর করতে চলেছে প্রশাসন। ঠিক কেমন হবে এই অ্যাপ, কী কী সুবিধা মিলবে?
কী কী সুবিধা থাকছে অ্যাপে: জানা গিয়েছে, শহরের সমস্ত বড় পুজোগুলির নির্দিষ্ট লোকেশন থাকছে এই অ্যাপে। কোন পুজো কমিটি এবার কী থিম করল তা নিয়ে পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় উন্মাদনা। সে বিষয়েও বিশদ তথ্য এই অ্যাপে (Durgapuja App) উপলব্ধ থাকবে বলে জানা যাচ্ছে। জিপিএস ম্যাপে মিলবে প্যান্ডেলের সঠিক পথ নির্দেশ।
আরও পড়ুন : ধোপে টিকল না ওজর-আপত্তি, শনিবারের নবান্ন অভিযান নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের
সুরক্ষার ব্যবস্থাও মিলবে: এছাড়াও শহর কলকাতার সমস্ত প্যান্ডেলের আপডেট, কোথায় কেমন ভিড় তাও এই অ্যাপ জানান দেবে। সুরক্ষার দিকটাও মাথায় রাখা হয়েছে অ্যাপে (Durgapuja App)। এতে যেমন থাকছে ‘প্যানিক বাটন’, পাশাপাশি SOS ফিচার, জিও ট্র্যাকিং সহ এমার্জেন্সি অপশনও মিলবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাহায্য এবং মেডিকেল হেল্প যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা রাখা হচ্ছে অ্যাপে।
আরও পড়ুন : টিকিটের হাহাকার, ৫ বছরে জেনারেল কোচে যাত্রী বাড়ল ৫৫২ কোটি! বড় সিদ্ধান্ত রেলের
পুজোর কলকাতায় প্রচুর বিদেশিদের দেখা মেলে। উৎসবমুখর শহরে যাতে তাদের কোনও রকম বিভ্রান্তিতে পড়তে না হয় তার জন্য হোটেল, দূতাবাসের তথ্য সহ প্রয়োজনীয় যাবতীয় তথ্য থাকবে অ্যাপে। আমজনতার তো সুবিধা হবেই, পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ বা কোনও অপ্রীতিকর পরিস্থিতিও এড়ানো যাবে বলে আশাবাদী পর্যটন দফতর। পুজোর আগেই অ্যাপটি বাজারে এসে যাবে বলে জানা যাচ্ছে।