বাংলা হান্ট ডেস্কঃ পালং শাক কেনার মতো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অর্ডার দেওয়া হচ্ছে। এবার বিচারপতির সামনেই এহেন মন্তব্য করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা অর্জুন সিংয়ের (Arjun Singh) মামলায় জাস্টিস তীর্থঙ্কর ঘোষের সামনে দাঁড়িয়ে একথা বলেন তিনি।
এই মন্তব্য শুনে কী বললেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি?
পুলিশ আধিকারিকদের হেনস্থার অভিযোগে অর্জুনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল পুলিশ। আগেই সেই মামলায় নির্দেশ দেওয়া হয়, প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। ভাটপাড়া পুলিশের তরফ থেকে দাবি করা হয়, ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকরা নোটিশ নিয়ে অর্জুন সিংয়ের বাড়ি গেলে, বিজেপি নেতা নিজে ও তাঁর দেহরক্ষী তাঁদের হেনস্থা করেন। পরবর্তীতে জল গড়ায় উচ্চ আদালত অবধি।
রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন অর্জুন সিং। অন্যদিকে পদ্ম নেতা ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে যান অর্জুনের সঙ্গী প্রিয়াঙ্গু পাণ্ডে। মঙ্গলবার বিচারপতি ঘোষের এজলাসে অর্জুনের এফআইআর খারিজের মামলার শুনানি ছিল।
আরও পড়ুনঃ দোলের আগেই রাজ্যে আসছেন অমিত শাহ? তার আগে ঘোষণা হতে পারে BJP-র রাজ্য সভাপতির নাম!
সেই মামলার শুনানিতেই রাজ্যের (State Government) আইনজীবী কল্যাণ বলেন, ‘রাজনৈতিক প্রভাবশালীরা এই রকম মামলা করছেন। এভাবে এফআইআর খারিজের জন্য আসা যায়? কোনও একটা কারণ দেখিয়ে অভিযুক্তরা হাইকোর্টে আসছেন ও অর্ডার নিয়ে যাচ্ছেন। একমাত্র এই হাইকোর্টে এটা হয়’।
এখানেই না থেমে আইনজীবী আরও বলেন, ‘তদন্ত কি বন্ধ করতে বলা যায়?’ ‘রক্ষাকবচ নেওয়া হচ্ছে এবং মামলা পিছিয়ে দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে’, বলেন তিনি। ‘পালং শাক কেনার মতো অর্ডার পাওয়া যায় এখানে’, দাবি করেন রাজ্যের আইনজীবী।
এই মন্তব্যে বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ‘সব মামলা নয়, হতে পারে কিছু মামলা এমন নির্দেশ পাচ্ছে’। এদিন অর্জুন সিং ও তাঁর সঙ্গীর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৩১ মার্চ অবধি রক্ষাকবচ থাকবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ মার্চ।