বকেয়ার পরিমাণ ৪,৫৬৩ কোটি, জানাল রাজ্য! বড় দাবি নিয়ে হাইকোর্টে সরকার

Published on:

Published on:

calcutta high court(20)

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরও রাজ্যে শুরু এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ (মনরেগা)। উচ্চ আদালতের নির্দেশের পরও এখনও একশো দিনের কাজ (100 Days Work) নিয়ে টালবাহানা অব্যাহত। রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত মামলায় ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রের টাকা চেয়ে ফের হাইকোর্টে রাজ্যে | Calcutta High Court

হাইকোর্টের নির্দেশ ছিল যেকোনও শর্তে রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে। তবে অভিযোগ, নির্ধারিত সময় পেরলেও এপর্যন্ত টাকা ছাড়েনি কেন্দ্র। প্রাপ্য বকেয়া টাকা পাননি বঞ্চিত দিনমজুররা। এই ইস্যুতে এবার ফর একবার হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বৃহস্পতিবার কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা চেয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য।

উল্লেখ্য, আদালতের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প অনির্দিষ্টকালের জন্য কিছুতেই বন্ধ করে রাখা যাবে না। তবে হাইকোর্টের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও এপর্যন্ত রাজ্যে টাকা পাঠানোর বিষয়ে কেন্দ্র তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

calcutta high court(17)

এই অবস্থায় গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য টাকা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে রাজ্য তরফে। পুরনো মামলাটিতেই আবেদনটি সংযোজন করা হয়েছে। ২০২২ সালের মার্চ থেকে ৪,৫৬৩ কোটি টাকা পাওনা রয়েছে বলে আদালতে জানিয়েছে রাজ্য।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজ্যে একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। রাজ্যের দাবি, বাংলার একশো দিনের কাজের টাকা বলপূর্বক আটকে রেখেছে কেন্দ্র সরকার। আবার কেন্দ্রের পাল্টা অভিযোগ ছিল হিসেবে গরমিলের জেরে মেলেনি টাকা। কেন্দ্রের দাবি, অ্যাকশন টোকেন রিপোর্ট দিতে পারেনি রাজ্য। পাল্টা রাজ্যের দাবি ছিল ঠিক কি ধরণের অনিয়মের অভিযোগ রয়েছে তা জানানো হয়নি তাদের।

আরও পড়ুন: ‘ইংরেজি ভাষা শেখাটাও দরকার, তবে মাতৃভাষা…..’ কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে ভাষা নিয়ে কি বললেন মমতা?

এদিকে প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের জেরে বিগত প্রায় তিন বছর ধরে কাজ বন্ধ রয়েছে। হাইকোর্টের নির্দেশে মনে করা হচ্ছিল সেই জট খুলতে চলেছে। তবে তাতেও সুরাহা হল না এপর্যন্ত। এই নিয়েই এবার ফের আদালতে রাজ্য।