নতুন বছরেই দুর্দান্ত খবর! এবার দ্বিগুণ হবে দার্জিলিং সফরের মজা! কেন জানেন?

বাংলাহান্ট ডেস্ক : পাহাড়ি রাস্তায় একবার জ্যামে পড়লেই গোটা দিন শেষ। আর পর্যটন মরশুমের সময় যানজটের মধ্যে আটকে পড়েনি এমন পাহাড়প্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। ইতিমধ্যেই পাহাড়ে শীতকালীন সৌন্দর্য উপভোগ করতে কাতারে কাতারে লোকজন ছুটছেন দার্জিলিংয়ে (Darjeeling)। ফলে গাড়ি নিয়ে শহরে ঢোকা এবং বেরোনোয় ভোগান্তি পোহাতে হচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।

দার্জিলিংয়ে (Darjeeling) আসছে নয়া বদল

দার্জিলিংয়ের (Darjeeling) পাহাড়ি রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে বহু চার চাকা, এমনকি বাইকও। মাত্র আধ ঘন্টার রাস্তা পেরোতেই সময় লেগে যাচ্ছে কমপক্ষে দেড় ঘন্টার কাছাকাছি। ফলে একদিকে যেমন পর্যটকদের সাইটসিন দেখতে গিয়ে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে এই শীতের মরশুমে জ্যামের কারণে নিত্যদিনের কাজকর্ম শেষ করতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

State Government new plan for Darjeeling.

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটন মরশুমের কারণেই বেড়ে গিয়েছে গাড়ির সংখ্যা। ফলে পার্কিং (Parking) নিয়ে সমস্যা বাড়তেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই যানজট মোকাবিলার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওয়ান ওয়ে করা হয়েছে বেশ কিছু রাস্তাকে। এই প্রসঙ্গে দার্জিলিং পৌর বোর্ডের চেয়ারম্যান দীপেন ঠাকুরি সমস্যাটি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

আরোও পড়ুন : আর কিছুক্ষণ! আর জি কর কাণ্ডে রায়দানের আগেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন চিকিৎসকেরা

তিনি বলেন চলতি বছরেই রাজ্য সরকারের (State Government) উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি আরও জানান, ইতিমধ্যেই শহরের মধ্যে মাল্টিপার্কিংয়ের প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি বছরেই এই সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী তিনি। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে একাধিক অবৈধ পার্কিং।

State Government new plan for Darjeeling.

শুধু তাই নয়, রাস্তা থেকে হকারদের সরিয়ে তাদের অন্য জায়গায় স্থানান্তরিতও করা হয়েছে। পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের স্বস্তি দিতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একের পর এক নয়া প্ল্যানিং করা হচ্ছে। পর্যটনে নতুন করে জোয়ার আনতে নতুন বছরে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হতে পারে যার মধ্যে মাল্টিপার্কিং থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সমস্ত কিছুই রয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর