শীঘ্রই কমছে বিদ্যুৎ বিলের বোঝা, আমজনতাকে ‘রাহত’ দিতে বড় উদ্যোগ রাজ্য সরকারের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ বাসীর জন্য ধামাকা উপহার দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমজনতার জন্য ‘বিজলি বিল রাহত যোজনা’ (Electric Bill) প্রকল্পের ঘোষণা করলেন তিনি। ১ লা ডিসেম্বর থেকেই চালু হয়ে যাচ্ছে এই প্রকল্প। মনে করা হচ্ছে, যোগী সরকারের এই প্রকল্পে লাভবান হবেন অনেকেই।

রাজ্যবাসীর বিদ্যুৎ বিলে (Electric Bill) বড় ছাড় সরকারের

জানা যাচ্ছে, রাজ্যবাসীর বিদ্যুৎ বিলের বোঝা কমিয়ে আনতেই এই প্রকল্পের রূপায়ণ। বিদ্যুতের বকেয়া বিলের উপরে ১০০ শতাংশ সুদ ও সারচার্জ মকুব করার উদ্যোগ এই প্রথম। মূল বকেয়াতেও ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ২ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ থাকা ছোট গার্হস্থ্য গ্রাহক এবং ১ কিলোওয়াট পর্যন্ত বাণিজ্যিক গ্রাহকরা পাবেন এই প্রকল্পের সুবিধা।

State government started a scheme to give big discount on electric bill

বড় আর্থিক স্বস্তি পাবেন গ্রাহকরা: এ বিষয়ে ইউপি পাওয়ার কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান বলেন, কিস্তিতে বিল পরিশোধের সুবিধা এবং গড় ভিত্তিতে বিল সামঞ্জস্য করার ব্যবস্থা থাকছে এই প্রকল্পে। ফলে গ্রাহকরা আর্থিক দিক থেকে বড়সড় স্বস্তি পেতে চলেছেন। এমনকি এও জানা গিয়েছে, অবৈধ বিদ্যুৎ (Electric Bill) ব্যবহারের জেরে যারা আইটি জটিলতায় ছিলেন তাদের মামলাও মিটিয়ে নেওয়া হবে এই প্রকল্পে।

আরও পড়ুন : মৃত ভোটারদেরও তালিকায় রাখার চাপ BLO-দের উপর, তৃণমূল নেতার অডিও ফাঁস করে গুরুতর অভিযোগ শুভেন্দুর

কীভাবে লেখাতে হবে নাম: কীভাবে নাম নথিভুক্ত করতে হবে এই প্রকল্পে? জানিয়ে রাখি, গ্রাহকরা অনলাইনে www.uppcl.org ওয়েবসাইটে গিয়ে কিংবা স্থানীয় বিদ্যুৎ দপ্তরে দেখা করে নাম নথিভুক্ত করতে পারবেন। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইছে যোগী সরকার, যাতে প্রত্যেক নাগরিককে সহজে এবং সুলভে পরিষেবা দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন : SIR আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকারের এই উদ্যোগে উচ্ছ্বসিত রাজ্যের বাসিন্দারা। বিদ্যুৎ বিলের বোঝা কমায় বড় স্বস্তি পাবে আমজনতা। বছর শেষের আগেই যোগী সরকারের এই ঘোষণায় তাই খুশি সাধারণ মানুষ।