ট্রেনে ১ ঘন্টার রাস্তা সড়কপথেই ৪০ মিনিটে! বারাসত থেকে বনগাঁ ফ্লাইওভার তৈরি করছে সরকার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার উদ্বোধন হয়েছে তিনটি নতুন মেট্রো রুটের। পুজোর আগে এই উপহার পেয়ে উচ্ছ্বসিত শহরবাসী। একদিকে যখন নতুন মেট্রো রুট নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই সড়কপথেও বড় প্রকল্পের ঘোষণা করলেন তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসত (Barasat Flyover) থেকে বনগাঁ পর্যন্ত নতুন উড়ালপুল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

নতুন বারাসত উড়ালপুলের (Barasat Flyover) কথা ঘোষণা জ্যোতিপ্রিয়র

শুক্রবার হাবড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের জন্য উপস্থিত হয়েছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই তিনি বলেন, বনগাঁ থেকে বারাসত (Barasat Flyover) পর্যন্ত ফ্লাইওভার তৈরি হবে। আগামী বছর মার্চ বা এপ্রিল মাসে শুরু হবে সেই কাজ।

State government to build barasat flyover to bangaon

কবে শুরু হবে কাজ: সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, বনগাঁ থেকে বারাসত (Barasat Flyover) পর্যন্ত হবে ফ্লাইওভার। আগামী বছর থেকে শুরু হবে কাজ। এর জন্য এক বছর রাস্তা বন্ধ রাখতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সেক্ষেত্রে বিকল্প পথের কথা ভাবছে সরকার। পাশাপাশি এই প্রকল্পের জন্য দোকানপাট ভাঙতে হলে সরকারি সাহায্য মিলবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : ১ ঘন্টার পথ পৌঁছানো যাবে মাত্র ৯ মিনিটে! ব্লু-গ্রিন-ইয়েলো-পার্পল, কোন লাইনের মেট্রো কোনদিকে যায় জানেন?

সরকারের উদ্যোগে শুরু প্রকল্প: জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সরকারের তরফে যে অর্থ দেওয়া হচ্ছে তাতে স্থানীয় মানুষদের ছোট ছোট সমস্যাগুলির সমাধান করা যাবে। কারও আলো, কারও রাস্তার প্রয়োজন। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান করা যাবে।

আরও পড়ুন : ৫ বছর পর ফিরছে TikTok? চূড়ান্ত জল্পনার মধ্যেই সাফ বার্তা কেন্দ্রের

প্রসঙ্গত, বনগাঁ লোকালে ভিড়ের কথা কারোরই অজানা নয়। ব্যস্ত সময়ে এই রুটের ট্রেনে পা রাখাই দায় হয়ে যায়। ট্রেনে বারাসত (Barasat Flyover) থেকে বনগাঁ যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা ১০ মিনিট। কিন্তু উড়ালপুল তৈরি হলে মাত্র ৪০ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে বনগাঁ থেকে বারাসত। পাশাপাশি এই রাস্তা দিয়েই যেহেতু পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যেতে হয়, তাই এই উড়ালপুল তৈরি হলে সুবিধা হবে বলেই মনে করছেন বিধায়ক।