মানল না সুপ্রিম নির্দেশ! DA দিলই না রাজ্য সরকার, পাল্টা আবেদনে বলল, প্রদেয় অর্থ কোর্টের কাছেই…

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ সময়সীমা শেষ হলেও মিলল না ডিএ (Dearness Allowance)। পাল্টা আরও ৬ মাস সময় চাইল রাজ্য রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের (West Bengal Government) জানায়, বকেয়া মহার্ঘভাতার অংশ রাজ্য সরকারি কর্মীদের দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। তাই সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও ৬ মাস আরও অতিরিক্ত সময় চাইল সরকার।

ডিএ মামলায় নয়া মোড় | Dearness Allowance

রাজ্য সরকার শুক্রবার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে। সেই আবেদনেই ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম নির্দেশ কার্যকর করতে আরও ছয় মাস সময় দরকার বলে জানানো হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।

আদালতে রাজ্যের আরও আবেদন, যেহেতু নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখার কথা বলা হয়। একবার কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্যের পক্ষে গেলেও টাকা উদ্ধার করা সম্ভব হবে না বলে মন্তব্য রাজ্যের।

dearness allowance update

আরও পড়ুন: বিয়ের প্রস্তাব ফেরাতেই ধর্ষণ TMCP নেতার! করা হয় ভিডিও, কসবা কাণ্ডে পুলিশের কাছে বিষ্ফোরক নির্যাতিতা

উল্লেখ্য, ১৬ মে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছিল। সেই হিসেব মত আজ ২৭ জুন সেই সময়সীমা শেষ হচ্ছে। আজকের দিনের অপেক্ষায় ছিলেন প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপক। তবে সব আশায় জল।

এদিকে ডিএ না দিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে রাজ্য আবেদন করায় ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারীরা। ডিএ দেওয়ার কোনও সদিচ্ছা রাজ্যের নেই, তাই দেওয়া হল না বলে তোপ দেগেছেন তারা।